
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পাইকগাছা থানা পুলিশের একটি চৌকস দল পৃথক পৃথক অভিযান চালিয়ে চার জন বাইসাইকেল চোর সহ পরোয়ানা ভূক্ত দুই জন মোট ছয় জন আসামী গ্রেফতার করা হয়েছে। পাইকগাছা থানার মামলা নাম্বার ১২
(০৮)২৫ খ্রিষ্টাব্দ মূলে এসআই(নিঃ) শামিম রেজা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে বর্ণিত মামলায় আসামী ১। আল মামুন সাহাজী (৬৩), পিতা-মৃত আব্দুল লতিফ সাহাজী, সাং-পুরাতন সাতক্ষীরা ছয়আনী, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা এ/পি সাং-হাসপাতাল মোড় (ওলিউল্লাহ সাহেবের বাড়ীর ভাড়াটিয়া), থানা-পাইকগাছা, জেলা-খুলনা, ২। সজল দাশ (৪০), পিতা-মৃত সুকুমার দাশ, সাং-সরল ৫ নং ওয়ার্ড, থানা-পাইকগাছা, জেলা-খুলনা, ৩। মোঃ সিরাজুল ইসলাম (৩৮), পিতা-জহুর আলী মিস্ত্রি, সাং-সরল ৫ নং ওয়ার্ড, থানা-পাইকগাছা, জেলা-খুলনা সহ আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৪। মোঃ জাওয়াদ (১৩), পিতা-মোঃ হেলাল সরদার, সাং-ঘোষাল, থানা-পাইকগাছা, জেলা-খুলনাদের গ্রেফতার করে। আসামীদের জিজ্ঞাসাবাদ করে আসামীদের স্বীকারোক্তি মোতাবেক তাদের হেফাযতে থাকা বাদীর বাইসাইকেল সহ মোট ০৯ টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয় এবং পরোয়ানা ভূক্ত আসামি (সাজাপ্রাপ্ত) ০৫। মোঃ রবিউল ইসলাম (মিস্ত্রী), পিতাঃ মোঃ নজরুল ইসলাম, সাং-নুরপুর আমিরপুর,০৬। মোঃ রুহুল কুদ্দুস গাজী (৫৮), পিতা-মোঃ জাহান আলী গাজী, সাং-চক কাওয়ালী, সর্ব থানাঃ পাইকগাছা জেলা খুলনাঃ খুলনাদের গ্রেফতার পূর্বক ২৬/০৮/২৫ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।