
দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শারদীয় উপলক্ষে পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে সোমবার ( ২২ সেপ্টম্বর ) দুপুরে থানার সভাকক্ষএ সভাটি অনুষ্ঠিত হয়। দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটি ও হিন্দু- ধমীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ মোবারক হোসেন পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই আশিষ কুমার দাস, এসআই বিনয় কুমার সরকার, সভাপতি পলাশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ পাকুন্দিয়া উপজেলা পুজা উদযাপন কমিটি, বাংদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সুজিত বর্মন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ দেবনাথ,পৌর পুজা উদযাপন কমিটির সাধাণ সাধারণ সম্পাদক ও শ্রী শ্রী পাগল নাথ আশ্রম দুর্গা পুজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জন সূত্রধর, শ্রীশ্রী বৈষ্ণব চূড়ামণি বংশিদাস বাবাজি মহারাজ আশ্রমেন সভাপতি সুখন সাহা, শ্রী শ্রী মদনমোহন জিউর আখরার সভাপতি তনুজ কুমার সাহা, শ্রী শ্রী পাগলনাথ আশ্রমের যুগ্ম-সাধারণ সম্পাদক দিলিপ রবিদাস, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি অন্তর সরকার ও উপজেলা দুর্গা পূজা উদযাপন বিভিন্ন মন্ডপ কমিটির সভাপতি,সম্পাদক ও পাকুন্দিয়া উপজেলাস হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
এবার পাকুন্দিয়া উপজেলায় মোট ১৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় বক্তারা পূজাকে ঘিরে পূজা পূজামণ্ডপের নিরাপত্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, পুলিশ টহল বৃদ্ধি এবং দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।