পাবনার সাঁথিয়ায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

 

সাঁথিয়া (পাবনা)প্রতিনিধিঃ

বাংলাদেশ ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের দেওয়া অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে পাবনার সাঁথিয়ায় বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর (মঙ্গলবার) ইসলামী ব্যাংক সাঁথিয়া শাখার সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সাঁথিয়া তেল পাম্পের মালিক সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক।
নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক সাঁথিয়া শাখার গ্রাহক বোয়াইলমারী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আব্দুল্লাহ, সাঁথিয়া উন্নয়ন ফোরামের সভাপতি কামাল পাশা, ইসলামী ব্যাংক গ্রাহক মাও: আব্দুস সালাম, আবুল কালাম আসাদসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক ব্যাংক অবৈধভাবে দখলে নিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর এস.আলম। ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ দূর্নীতি করে ৩৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে।

বক্তারা আরও বলেন, নিয়মের তোয়াক্কা না করে নিয়ম বহির্ভূত ভাবে (২০১৭-২০২৪)ছাত্রলীগের ক্যাডারদেরকে এই ব্যাংকে চাকরি দেওয়া হয়েছে যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। ফ্যাসিস্ট এর দোসরদের চাকরি থেকে অবিলম্বে বরখাস্ত করেতে হবে।