
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬৮ পাবনা-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভিপি শামসুর রহমানের নেতৃত্বে সাঁথিয়া সরকারী কলেজ মাঠ হতে শোভাযাত্রা বের করেন। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সাঁথিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী রাফিকুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামের পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক, হারুনর রশীদ মজনু, এ্যডঃ মনোয়ার জাহিদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।
বিকেলে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিলসহ ব্যাপক উৎসাহ উদ্দিপনা নিয়ে সমাবেশে উপস্থিত হয়।