পাবনার সাঁথিয়ায় বিধিবহিভুক্ত ভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা (এডহক) কমিটি গঠন

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪

 

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি:পাবনার সাঁথিয়ায় বিধিবহিভুক্ত ভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা (এডহক) কমিটি গঠনের খবর পাওয়া গেছে। নীতিমালা অমান্য করে উদ্দেশ্য প্রণোদিতভাবে দূরবর্তী পৌর সদরের বাইরে নন্দনপুর ইউনিয়নের তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরশেদ আলীকে উক্ত কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়,নীতিমালার তোয়াক্কা না করে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক (পুরুষ) মনোনয়ন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ এ ২০২৪ সালের ১০ সেপ্টেম্বরে জারিকৃত প্রজ্ঞাপনের স্মারক নং- ৩৮.০০-০৩৫.০০.০০.০০০৭.২০১২.৪৫৬ তে, উপজেলা প্রাথমিক শিক্ষা (এডহক) কমিটিতে নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পুরুষ) মনোনয়নের বিষয়টি স্পষ্ট উল্লেখ থাকলেও নীতিমালা অমান্য করে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপেক্ষাকৃত দূরবর্তী পৌর সদরের বাইরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক (পুরুষ) মনোনয়ন করা হয়েছে যাতে জনস্বার্থে জারিকৃত মন্ত্রণালয়ের আদেশ পুরোপুরি লঙ্খিত হয়েছে।
এ ব্যাপারে একাধিক প্রধান শিক্ষকের সাথে কথা বললে তারা জানান, প্রাথমিক শিক্ষা (এডহক) কমিটি প্রধান শিক্ষক (পুরুষ) মনোনয়ন নীতিমালা লঙ্ঘন করে করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার হেলাল উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, এই কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার তিনি শিক্ষা কমিটির সদস্য মনোনয়ন দিয়েছেন আমি কোন কিছু বলতে পারব না।