পাবনার সাঁথিয়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

রবিবার, মে ২৫, ২০২৫

 

সাঁথিয়া (পাবনা়)প্রতিনিধি:
জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং সচেতন বাড়াতে সারা দেশের মত পাবনার সাঁথিয়ায় ২৫ মে রবিবার শুরু হয়েছে তিন দিন ব্যাপী ভূমি মেলা। এবারের ভূমি মেলার প্রতিপাদ্য ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি’।সাঁথিয়াবাসীর ভূমি সংক্রান্ত সব সেবা প্রদান করা হবে বলে জানান তারা।

সাঁথিয়া ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) সকালে উপজেলা কার্যালয়ের সামনে ভূমি সেবা সপ্তাহের স্টলের ফিতা কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।

পরে র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাঁথিযা উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্নার সভাপতিত্বে এবং সমবায় অফিসার মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা,সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল হাই ,ও আবুল কাশেম,ছাত্র প্রতিনিধীদের মধ্যে বক্তব্যদেন,আসলীম উদ্দিন,ভূমি উপসহকারী কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ।