পাবনার সাঁথিয়ায় মা ও ছেলেকে মেরে হাসপাতালে পাঠালেন প্রতিবেশী

শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬

 

পাবনা (সাঁথিয়া) প্রতিনিধি :

সাঁথিয়ায় মা ও ছেলেকে মেরে হাসপাতালে পাঠালেন পাষণ্ড প্রতিবেশী সিদ্দিক ও তার লোকজন। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের 1সলঙ্গী গ্রামে।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, তুষ্ট ঘটনা থেকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার কারনে গত ০৭ জানুয়ারী দুপুরে সিদ্দিক বাহিনী হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া আসামী সিদ্দিক এর হুকুমে নান্নু মিয়ার বাড়ীর গেইট ভাঙ্গিয়া বাড়ীর মধ্যে অনাধিকার প্রবেশ করিয়া বাড়ীর লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। পর্যায়ে নান্নুর স্ত্রী মর্জিনাকে গলা ধাক্কা দিয়া মাটিতে ফেলিয়া দেয়।ইতি খাতুন লাঠি দ্বারা পাঁয়ের হাঁটুর নীচে একাধিক আঘাত করিয়া ফুলা থেঁতলানো জখম করে। নান্নুর ছেলে ওবায়দুল ইসলাম (২৫) তার মাকে রক্ষা করতে এলে তাকেও গালিগালাজ এবং খুন জখমের হুমকি দিতে থাকে। প্রতিবেশী এসে তখনকার মতো বিষয়টি থামিয়ে দেন। ওবায়দুল ইসলাম বাড়ীর বাহির হওয়া মাত্র তারা ওবায়দুলকে ধাওয়া করে।ওবায়দুল প্রান ভয়ে দৌড় দিলে তাকে ঘিরিয়া ধরিয়া বাড়ীর পার্শে মাঠের মধ্যে নিয়া উপর্যুপরি মারধর করে। বাঁশের লাঠি দ্বারা ওবায়দুলকে হত্যা করার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে উক্ত আঘাতে তার ডান হাতের হাড় ভেঙ্গে যায়।
ওবায়দুল পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি সুষ্ঠ তদন্তর মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।