পাবনার সাঁথিয়ায় শশুরকে কুপিয়ে হত্যা করলো পুত্রবধূ

সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫

 

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি।।

পাবনার সাঁথিয়া শশুর মোজাম (৭০) কে পুত্র বধু রুমি কর্তৃক বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে পৌরসভাধীন কলেজ পাড়া গ্রামে। রোববার রাতে দিকে এ ঘটনা ঘটে। মোজামের বাড়ি নাড়িয়াগদাই গ্রামে হলেও প্রায় ৪০ বছর ধরে সে সাঁথিয়া কলেজ পাড়াতে বসবাস করছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সাঁথিয়া পৌরসভাধীন দক্ষিন বোয়াইলমারী ( কলেজ পাড়া) গ্রামের মোজামের ছেলে মিঠুর সাথে গত ৫ বছর আগে আফড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমির বিয়ে হয়। বিয়ের পর থেকে সে মানুষিক ভারসাম্যহীন রোগী ছিল বলে জানান তার পরিবার। সে ঢাকার মানুষিক চিকিৎসক ডা: শফিকুলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। রোববার রাত আটার দিকে হঠাৎ রুমির হাতের কাছে বটি দাও দিয়ে শশুর মোজামের পেটে ও পিঠে কোপ দিয়ে জখম করে। এ সময় তার পেটের নারিভূড়ি বের হয়ে যায়। এ সময় তিনি নিজেও নিজেকে আহত করে। পরে মোজামকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সাঁথিয়া মেডিকেলে এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল নেয়া হলে সে রাত ৩টার দিকে মারা যায়।
বিষয়টি জানতে নিহত মোজামের ছেলে মিঠুর সাথে যোগাযোগ করা হলে সে জানান আমরা স্ত্রী মানসিক ভারসাম্যহীন ।মাঝে মধ্যে সে পাগলের মত আচরণ করে ।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।