পাবনার সাঁথিয়া মা”-কে মারপিটৈর ঘটনায় মামলা ছেলে ও ছেলের স্ত্রীসহ গ্রেফতার ৫

রবিবার, আগস্ট ৩১, ২০২৫

 

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা:
পাবনার সাঁথিয়ায় মাকে মারধর, নির্যাতনের ভিডিও প্রকাশ হওয়ায় থানায় মামলা ছেলে, ছেলের স্ত্রীসহ পাঁচজন গ্রেফতার হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) ছেলে ও ছেলের বউ মিলে মাকে বেদম প্রহার, নির্যাতন করার একটি ভিডিও ফেসবুকসহ অন্য মিডিয়ায় ভাইরাল হয়। এতে করে সাঁথিয়াসহ সারাদেশে তীব্র ক্ষোভ প্রতিবাদ, জনরোষের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে সাঁথিয়া থানা পুলিশ আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে সাঁথিয়া উপজেলা ধোপাদহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম হতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছেলে নজরুল ইসলাম (৪৫), ছেলের বউ সোনলী খাতূন (৪০), ছেলের শ্যালক মনিরুজ্জামান (৪২), শ্যালিকা ফরিদা খাতুন( ৩৭) ও মুরশিদা খাতুনকে (৩৬) গ্রেফতার করেছে থানা পূলিশ ।

অভিযোগ সূত্রে জানা যায় ,নজরুল ইসলাম এর ভাইরা ঘটনাস্থল সাঁথিয়া থানাধীন ধোপাদহ ইউনিয়নস্থ হাঁপানিয়া রামচন্দ্রপুর ঠাকুরপাড়া গ্রামের বসত বাড়ীতে হাজির হইয়া পূর্বের ঘটনার জের ধরিয়া আসামীগণ মামলার ভিকটিম মালেকা সহ তার মেয়ে বাদীনি আম্বিয়া খাতুন (৩৭), স্বামী- বিল্লাল সরদার, সাং-রামচন্দ্রপুর, থানা-সাঁথিয়া, জেলা-পাবনাকে, তার ছেলে রাজীব, বাদীনির ভাবী মরিয়ম খাতুন, মামা সামাদ ও সালাম, মামানী রিনা খাতুন ও রওশনারাগণদের মারপিটসহ ভয়ভীতি প্রদর্শন করে। উল্লেখ্য যে, মারপিটের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী সেখানে উপস্থিত হইয়া তাদেরকে আটক করে এবং মারপিট করে। তারা স্থানীয় জনগণের তোপের মুখে পড়ে। উক্ত সংবাদ পাইয়া সাঁথিয়া থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরবর্তীতে সেনাবাহিনীও সেখানে উপস্থিত হয়। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটককৃত ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেয়। এই সংক্রান্ত একটি মামলা রুজু হয়। উল্লেখ্য যে, ভিকটিম মালেকা খাতুনকে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজূ তামান্নার সহযোগিতায় বর্তমানে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে চিকিৎসাধীন আছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে । মামলা নং জিআর -২২৮ /২০২৫। আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।