
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা:
জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপি ও তার অংগসহযোগী হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সালাহউদ্দিন খানের নেতৃত্বে বিজয় র্যালী বের হয়।
বিজয় মিছিলকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা সদরে জড়ো হয়। পরে এক বিশাল বিজয় র্যালীতে পরিণত হয়। র্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাক বাংলোর সামনের সড়কে এক পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য সালাহউদ্দিন খান পিপিএম।