
সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি:
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) ৫৭০ খ্রিষ্টাব্দে সৌদি আরবের মক্কা নগরিতে এই দিন জন্মগ্রহণ করেন। বিশ্বব্যাপী মুসলমানরা পবিত্র এই দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসেবে উদযাপন করে থাকেন। ইসলামিক হিজরি ক্যালেন্ডারের রবিউল আউয়ালের ১২ তারিখে এই দিবসটি পালন করা হয়।
০৫ সেপ্টেম্বর ২০২৫ ই শুক্রবার সকাল ৮ টায় শাহসুফি সৈয়দ আহমাদুল্লাহ্ (রঃ) সাহেবের সাহেবজাদা সৈয়দ আলী আজগর পীর সাহেবের তত্ত্বাবধায়নে প্রতি বছরের ন্যায় এবারও পাবনা সাঁথিয়া গৌরীগ্রাম কেন্দ্রীয় খানকা শরীফের আয়ােজনে ঈদে মিলাদুন্নবী পালন উপলক্ষে জশনে জুলুসে গাড়ি বহর নিয়ে বিশাল র্যালি করেন। র্যালিটি আতাইকুলা বাজার হতে শুরু করে সাঁথিয়া বাজার দিয়ে দিয়ে সিএন্ডবি হয়ে কাশিনাথপুরে একটি পথসভায় মিলিত হয় এরপর কাশিনাথপুর থেকে চিনাখরা বাজার হয়ে গৌরীগ্রাম খানকা শরীফে শেষ হয়। এখানে শুক্রবারের জুম্বার নামাজ অনুষ্ঠিত হয় ।এ সময় বিভিন্ন শ্রেণী পেশার ভক্ত এবং মুরিদানকে উপস্থিত থাকতে দেখা যায় ।
সৈয়দ আহমাদুল্লাহ্ সিদ্দিকীয়া গৌরীগ্রাম কেন্দ্রীয় খানকা শরীফ এর পীরজাদা সৈয়দ আবু তোরাব সাহেব (মাঃ জিঃ আঃ) এর নেতৃত্বে এ বিশাল র্যালি অনুষ্ঠিত হয়।
পরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন শেষে মুনাজাত করেন মেদনীপুর ভারত থেকে আগত আওলাদে রাসূল মুজাদাদে ইসলাম পীর কিবলা শাহসুফি সৈয়দ আহমাদুল্লাহ্ (রঃ) সাহেবের পীরজাদা সৈয়দ আবু তোরাব সাহেব।