পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা: অভিযুক্ত বিএনপির কেউ নন, গুজব ছড়ানোর অভিযোগ

শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

জাতির সংবাদ ডটকম।। 

রাজবাড়ীতে একটি পেট্রোল পাম্পের কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় স্থানীয় ঠিকাদার আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তের দলীয় পরিচয় নিয়ে বিভ্রান্তি ও গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, তেল নেওয়ার পর টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় পাম্পকর্মী রিপন সাহা গাড়ির সামনে দাঁড়ালে তাকে চাপা দিয়ে পালিয়ে যায় গাড়িটি। পরে অভিযান চালিয়ে সুজন ও তার চালক কামালকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় সুজনের ব্যবহৃত কালো রঙের টয়োটা ক্লুগার গাড়ি।

পুলিশ জানায়, আটক আবুল হাশেম সুজন এক সময় জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ ছিলেন। বর্তমানে তিনি সরকারি কাজের প্রথম শ্রেণির ঠিকাদার।

এদিকে, গণমাধ্যমে তাকে বিএনপির নেতা হিসেবে পরিচয় করিয়ে সংবাদ প্রচার করায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, বিএনপিকে বিতর্কিত করতেই পরিকল্পিতভাবে এই পরিচয় ব্যবহার করা হচ্ছে।

প্রতিবেদকের হাতে আসা তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ২৮ জুন ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণ দেখিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি ও যুবদলের সব পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন সুজন। রাজবাড়ী শহরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, ব্যবসায়িক সুবিধা আদায়ের জন্য সুজন দল ছেড়ে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হয়ে সরকারি কাজ বাগিয়ে নেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর আবার কিছু সুবিধাবাদী নেতার সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করেন তিনি।

রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম বকুল বলেন, ২০১৯ সালে পদত্যাগের পর থেকে সুজনের সঙ্গে বিএনপি বা যুবদলের কোনো সম্পর্ক নেই। এরপরও তাকে দলীয় নেতা হিসেবে পরিচয় করানো হচ্ছে, যা বিভ্রান্তিকর এবং দলকে অকারণে দোষী করার চেষ্টা।

একই কথা জানান সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কে এ সবুর শাহীন। তিনি বলেন, কেউ পদত্যাগ করলে আর দলের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। তার অপরাধের দায় দল বহন করবে—এমন ধারণা সম্পূর্ণ ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত।

উল্লেখ্য, শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার করিম ফিলিং স্টেশনে গাড়িচাপায় নিহত হন পাম্পকর্মী রিপন সাহা (৩০)। ওইদিনই সদর উপজেলার বড় মুরাদীপুর থেকে সুজন এবং বানিবহের নিজপাড়া থেকে চালক কামাল হোসেনকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনার সময় তারা নেশাগ্রস্ত ছিলেন।