পারভেজ হত্যার বিচার চেয়ে ইবি ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ

সোমবার, এপ্রিল ২১, ২০২৫

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা।

 

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টা নাগাদ ক্যাম্পাসের ডায়না চত্বরে মানববন্ধন করেন তারা।

ইবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, “জুলাই বিপ্লব হয়েছিল নিরাপদ দেশ গড়ার, নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য কিন্তু সেটা দৃশ্যমান হচ্ছে না। স্বৈরাচার হাসিনা আমলের সংস্কৃতি বর্তমানে হতে দেওয়া যাবে না। পারভেজ হত্যাকাণ্ডের দায়ভার শুধু খুনির নয়, এর দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।”

 

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, “একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা পারভেজকে হত্যা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হাসনাত আব্দুল্লাহ, সার্জিসদের তো কোনো প্রতিবাদ করতে দেখলাম না, তাহলে কি ছাত্রদল কিংবা সাদা-কালো দেখে অন্তর্বর্তী সরকার চলছে?”

 

বাংলাদেশ খেলাফত মজলিস ইবি শাখার সভাপতি সাদেক হোসেন বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করে, পারভেজ হত্যায় দোষীদের দ্রুত সময়ে বিচার করতে হবে। তাছাড়া সকল ইন্ধনদাতা যারা হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে তাদেরকেও চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।”

 

ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহেদ আহমেদ বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কিছু কর্মী দ্বারা দিবাালোকে পারভেজকে হত্যা করা হয়েছে কিন্তু এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি। শুধু হত্যাকারীদের বিচার করলে হবে না তাদের পিছনে কারা আছে সেটাও তদন্ত করে বিচার করতে হবে। ৫ই আগস্টের পরে আমরা বৈষম্যহীন দেশ চেয়েছিলাম কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না।” এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে আরও বলেন, “আপনারা কৌশলে আওয়ামী লীগের পুনর্বাসন করতে চেষ্টা করছেন, স্বৈরাচারের দোসর বসুন্ধরা গ্রুপের সাথে লেনদেন করে নিজেদের দল গঠনে ব্যস্ত আছেন। অথচ এসব দোসর আগস্ট পূর্ববর্তী সময়ে খুনি হাসিনার সফর সঙ্গী হয়ে বিদেশ ভ্রমণ করত। দেশে বর্তমানে দখলদারিত্বের রাজনীতি চলছে, প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের কথায় চলছে। আমরা কালক্ষেপণ না করে ছাত্রদল নেতা পারভেজ হত্যার অতিদ্রুত বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।