
ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। পারিবারিক কারণ দেখিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটির আবেদন করেছেন।
বাংলাদেশ দল আজ (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেটের উদ্দেশে রওনা দেবে সিরিজের প্রস্তুতির জন্য। তবে মিরাজ দলের সঙ্গে যাচ্ছেন না।
সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর।
এরই মধ্যে এশিয়া কাপের দল ঘোষণার সময়সীমাও এগিয়ে এসেছে। আগামী ২২ আগস্টের মধ্যে দল জমা দিতে হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে। পাকিস্তান ও ভারত ইতিমধ্যে তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে।
বাংলাদেশ দল এখনও এশিয়া কাপ কিংবা নেদারল্যান্ডস সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি। তবে ধারণা করা হচ্ছে, এশিয়া কাপকে সামনে রেখে যে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড তৈরি করা হয়েছে, সেখান থেকেই নেদারল্যান্ডস সিরিজের দল বাছাই করা হবে। সিলেটে অনুশীলন শিবির চলাকালে দল ঘোষণা করা হতে পারে।
বিসিবি আশাবাদী, মিরাজ সিরিজে না খেললেও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপে পাওয়া যাবে তাকে।