পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার-১

সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

 

পিরোজপুর প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

রবিবার (১৬ নভেম্বর) দুপুর ১.৩০ মিনিটের দিকে ডিবির অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম এবং এসআই মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আজ রবিবার সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান(ক্রাইম এন্ড আপস)

ডিবি সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ তৎপরতার অংশ হিসেবে পিরোজপুর সদর থানার ৫নং ওয়ার্ডের কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ম তলা ভবনের ৪র্থ তলায় অভিযান চালানো হয়। এ সময় আসামী মোঃ মিজানুর জামানের শয়নকক্ষের ওয়াড্রোবের ভেতর একটি কাপড়ের ব্যাগে ২০০ পিস করে প্যাকেটজাত মোট ৬০,০০০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে একজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত মিজানুর জামান (৪৮) প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তার স্থায়ী ঠিকানা বাগেরহাট জেলার কচুয়া থানার টেংরাখালী এলাকায়। তিনি বর্তমানে আলহামদুলিল্লাহ মার্কেটের ৪র্থ তলায় বসবাস করতেন। তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ঠিকানা চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার বড় কুমিরা এলাকার জেবল হোছেন চৌকিদার বাড়ি।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান(ক্রাইম এন্ড আপস) বলেন, আজকে যে অভিযানটি পরিচালনা করা হয়েছে, পিরোজপুরে সেটা এ যাবতকালের সবচেয়ে বড় অভিযান। পিরোজপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাপড়িয়া পট্টি এলাকা থেকে আলহামদুলিল্লাহ মার্কেটের পাঁচতলা ভবনের চতুর্থ তলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় এক কোটি ২০ লক্ষ টাকার মত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।