পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

 

মনসুর আহাম্মেদ ঠাকুরগাঁও প্রতিনিধি।।
পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ দিয়েছেন ঠাকুরগাঁও ৩ আসেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
পীরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জনাব জাহিদুর রহমান জাহিদ।

তিনি তার বক্তব্যে বলেন,
“অবৈধ চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা সমাজের জন্য বড় হুমকি। এগুলো প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনসাধারণকেও এগিয়ে আসতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোরভাবে অভিযান চালাতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা অবৈধ টাপেন্ডার ব্যবসা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সীমান্ত এলাকায় চোরাচালান দমন, গ্রামীণ এলাকায় চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সামগ্রিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটানো ও অপপ্রচার বন্ধে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।

সভায় সিদ্ধান্ত হয়— আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান জোরদার করা হবে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং চোরাচালান দমন কার্যক্রম আরও তৎপরতার সাথে পরিচালিত হবে।