পুরো পোকরোভস্ক দখলে নেওয়ার দাবি রাশিয়ার, ইউক্রেনের অস্বীকার

মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউক্রেনের পোকরোভস্ক শহর দখলের জোরালো দাবি জানিয়েছে রাশিয়া। গতকাল সোমবার এ দাবি জানায় তারা। তাদের এ দাবি সত্য হলে রুশ বাহিনীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিজয় হবে।

পোকরোভস্ক শহরকে রাশিয়া সোভিয়েত আমলের ক্রাসনোআর্মেইস্ক নামে ডাকে। একসময় ইউক্রেন সেনাবাহিনীর কৌশলগত গুরুত্বপূর্ণ রসদ সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত শহরটি দখলে রাশিয়া ২০২৪ সালের মাঝামাঝি থেকেই অভিযানে নেমেছিল।

শহরটি রক্ষায় আগুয়ান রুশ সৈন্যদের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল ইউক্রেনের সেনারা।

“আমি আপনাদের ধন্যবাদ দিতে চাই। এটি খুবই গুরুত্বপূর্ণ পথ। আমরা সবাই জানি এটা কতটা গুরুত্বপূর্ণ,” এক কমান্ড সেন্টারে বসে সামরিক উর্দিতে সজ্জিত পুতিন সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের উদ্দেশ্যে এ কথা বলেন।

সোমবার রাতে ক্রেমলিনের দেওয়া এক ভিডিওর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“বিশেষ সামরিক অভিযান শুরুর সময় প্রাথমিকভাবে আমরা যেসব কাজ করার লক্ষ্য নির্ধারণ করেছিলাম, পদক্ষেপগুলো যে সেদিকেই যাচ্ছে এটা (ক্রাসনোআর্মেইস্কের নিয়ন্ত্রণ নেওয়া) তা নিশ্চিত করবে,” বলেছেন রুশ প্রেসিডেন্ট।

তবে ইউক্রেন মস্কোর দাবি অস্বীকার করে বলেছে, তাদের সেনারা এখনও শহরটিতে লড়াই চালিয়ে যাচ্ছে।

শহরটির পতন হলে তা মস্কোকে আরও উত্তরে ইউক্রেনের দখলে থাকা ডোনেটস্কের দুটি বড় শহর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্কের দিকে যাওয়ার সুযোগ করে দেবে।

রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ডোনবাস অঞ্চল চাইছে, যা মূলত দুটি প্রদেশ ডোনেটস্ক ও লুহানস্ক নিয়ে গঠিত। লুহানস্কের প্রায় পুরোটা এখন রাশিয়ার নিয়ন্ত্রণেই রয়েছে। পোকরোভস্কের অবস্থান ডোনেটস্কে।

রয়টার্স স্বাধীনভাবে রাশিয়া বা ইউক্রেন কারও দাবি-ই যাচাই করতে পারেনি। যুদ্ধের আগে পোকরোভস্কে ৬০ হাজারের বেশি বাসিন্দা ছিল। এটি ইউক্রেনের কোক কয়লার একমাত্র উৎসের কাছেই অবস্থিত।

এমন এক সময়ে পুরো পোকরোভস্ক রাশিয়া দখলে নেওয়ার দাবি করল, যখন যুক্তরাষ্ট্র ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টা জোরদার করেছে। মঙ্গলবার মস্কোতে পুতিনের সঙ্গে মুার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের বৈঠক হওয়ার কথা।

এর আগে ২০২৪ সালের শুরুর দিকে আভদিভকা দখলই ছিল রুশ সেনাদের সবচেয়ে বড় অর্জন।

ইউক্রেনের দিনিপ্রোপেত্রভস্কেও রুশ সেনারা ঢুকে পড়েছে বলে আগে জানিয়েছিল ক্রেমলিন। সামনে ওই অঞ্চলের দখলও ক্রমশ ইউক্রেনের সেনাদের হাতছাড়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

রুশ বাহিনীগুলোর সেন্টার গ্রুপের কমান্ডার ভালেরি সোলোদচুক পুতিনকে বলেছেন, তার বাহিনী এখন পোকরোভস্ক ও কাছাকাছি মিরনোরাদ শহরে ‘শত্রু সেনা নির্মূল অভিযান’ চালাচ্ছে। এসব এলাকায় দুই হাজারের মতো সেনা আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।

সামরিক কমান্ডাররা পুতিনকে বলেছেন, রুশ সেনারা যুদ্ধক্ষেত্রের প্রায় সর্বত্রই সাফল্য অর্জন করছে। তারা এর মধ্যে খারকিভ অঞ্চলের ভভচানস্ক শহরও দখলে নিয়েছে।