পূর্ব শত্রুতার জেরে পীরগঞ্জে নলকুপের সেচ পাইপ কেটে নিরীহ কৃষককে ফাঁসানোর অভিযোগ

শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

মনসুর আহম্মেদ, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের একটি গভীর নলকুপের ভুগর্ভস্থ পাইপ লাইনের পাইপ কেটে অন্য এক নিরিহ কৃষকের উপর দোষ চাপানোর অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে উপজেলার কোষাডাঙ্গীপাড়া গ্রামের ইমরান আলী নামে ওই ভূক্তভোগী কৃষক এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৃষক ইমরান আলী বলেন, উপজেলার কোষাডাঙ্গীপাড়া গ্রামের মাহাবুব আলম মজল এর ছেলে ফারুক হোসেন, জহির উদ্দিনের ছেলে মাহাবুব আলম এবং সিরাজুল ইসলাম কোষাডাঙ্গীপাড়া গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পিবিএম ১১ নম্বর গভীর নলকুপের অপরারেটর আব্দুল কুদ্দুসকে কয়েক বছর আগে মারপিট করে রক্তাক্ত করে। ওই ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা হয়। কৃষক ইমরান ওই মামলার স্বাক্ষী। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। পূর্ব শত্রতার জেরে ফারুক হোসেন সহ তার পরিবারের লোকজন কয়েকদিন আগে রাতের আধারে ঐ গভীর নলকুপের ভুগর্ভস্থ পাইপ লাইনের পাইপ কেটে নিয়ে ইমরানকে ফাঁসানোর চেষ্টা করছে এবং সাংবাদিক ডেকে মিথ্যা তথ্য ও বক্তব্য দিয়ে তার সম্মানহানীর চেষ্টা করছে। প্রতিপক্ষরা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি প্রকৌশলী আলমগীর মোহাম্মদ রুহুল ইসলাম এর সাথে যোগসাজস করে গভীর নলকুপের ঘরের চাবি হাতিয়ে নিয়ে খেয়াল খুশি মত পরিচালনা করছে। বৈধ অপারেটর কুদ্দুসকে চাবি দেওয়া হচ্ছে না। উপরস্তু তাকেও বিভিন্নভাবে হুমকি ধামকি সহ তার ঘনিষ্টজনদের নলকূপের সেচের আওতা থেকে বঞ্চিত করে রেখেছেন প্রতিপক্ষরা।

 

এ বিষয়ে ফারুক হোসেন বলেন, ইমরান ও তার লোকজন রাতের আধাঁরে গভীর নলকূপের পাইপ কেটে শতাধিক কৃষককে বিপদে ফেলেছেন। তারাা এর প্রতিকার চান।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পীরগঞ্জ জোনের সহকারি প্রকৌশলী আলমগীর মোহাম্মদ রুহুল ইসলাম জানান, নলকূপের পানি সরবরাহের জন্য ভূগর্ভস্থ পাইপ লাইন কেটে ফেলা নিয়ে একটা সমস্যা হয়েছে। যা স্থানীয় ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে তার কোন হাত নেই।