
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের বিতর্কের কেন্দ্রে। পোপের মতো পোশাক পরে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই (AI)-নির্ভর ছবি পোস্ট করেছেন তিনি। এই ছবি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ও ইউরোপের বহু ক্যাথলিক বিশ্বাসী। ছবিটি এমন এক সময় হোয়াইট হাউজের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যখন ক্যাথলিক বিশ্ব পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক পালন করছিল। ঘটনার সময় ও প্রেক্ষাপটের সাথে ছবিটির মিল না থাকায় অনেকেই একে ধর্মীয় অনুভূতির প্রতি উপহাস হিসেবে দেখছেন।
নিউইয়র্কের বিশপদের প্রতিনিধিত্বকারী দ্য নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স এক্সের কাছে এই ছবি নিয়ে সমালোচনা করেছে। “এই ছবিতে চালাকি বা মজার কিছুই নেই, মি. প্রেসিডেন্ট” লিখেছে গ্রুপটি।
“আমরা মাত্রই আমাদের প্রাণপ্রিয় পোপ ফ্রান্সিসকে সমাহিত করেছি এবং সেন্ট পিটারের নতুন উত্তরসূরি খুঁজতে কার্ডিনালরা একটি গুরুত্বপূর্ণ সম্মেলন করতে যাচ্ছেন। আমাদের নিয়ে উপহাস করবেন না”, লিখেছে দ্য নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স।
প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্টের তীব্র সমালোচনা করেছেন বামপন্থি ইতালিয়ান সাবেক প্রধানমন্ত্রী ম্যাত্তিও রেঞ্জি। রেঞ্জি ইতালিয়ান ভাষায় এক্সে লিখেছেন, “এটা এমন ছবি যা বিশ্বাসীদের ক্ষুব্ধ করে, প্রতিষ্ঠানকে অপমান করে এবং এটা দেখায় যে, ডানপন্থি বিশ্বের নেতা ঠাট্টা – বিদ্রুপ করতে পছন্দ করেন।”
কিন্তু রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প পোপতন্ত্রকে নিয়ে মজা করেছেন হোয়াইট হাউস এমন বিষয়গুলোকে নাকচ করে দিয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং তার শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য ইতালি গিয়েছিলেন। তিনি ক্যাথলিক এবং ধর্মীয় স্বাধীনতার কট্টর সমর্থক।”
৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস গত ২১ এপ্রিল মারা যান। সেসময় এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছিল, ২১ এপ্রিল ইস্টার সোমবার ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় নিজ বাসভবনে মারা যান তিনি।
পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর ২০১৩ সালের মার্চে কার্ডিনাল জর্জ মারিও বার্গোগ্লিও ক্যাথলিক চার্চের নেতৃত্বের জন্য নির্বাচিত হন। পোপের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে পোপের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছিল হোয়াইট হাউস।
পোস্টটিতে বলা হয়েছিল, “শান্তিতে ঘুমান, পোপ ফ্রান্সিস”।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সাথে পোপের সাক্ষাতের একটি ছবি এবং শনিবার জেডি ভ্যান্সের সাথে পোপের সাক্ষাতের আরেকটি ছবি ওই পোস্টে দেওয়া হয়েছিল।
সূত্র: বিবিসি বাংলা