
আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা
মনোহরগঞ্জের ঐতিহ্যবাহী পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক সাংবাদিক সম্মেলন করেছে শতবর্ষ উদযাপন কমিটি। ১৯২৫ সালে তৎকালীন ত্রিপুরা জেলার লাকসাম থানার জলাঞ্চাল নামে খ্যাত জলিপুর গ্রামের বাবু জগৎ চন্দ্র দেহড়ীর উদ্যোগে পোমগাঁও গ্রামের রায়কুমার মল্ল বর্মন এবং তৎকালীন বৃহত্তর ঝলম ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্ট আমজাদ আলী হাওলাদারের পৃষ্ঠপোষকতায় পোমগাঁও উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সাবেক এবং বর্তমান ২ হাজার ছাত্রছাত্রীদের উপস্থিতিতে উদযাপিত হতে যাচ্ছে শতবর্ষ। শতবর্ষকে স্মরণীয় করে রাখতে সাংবাদিক সম্মেলন করে সবার সহযোগিতা কামনা করেছেন শতবর্ষ উদযাপন কমিটি। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সাবেক সচিব ড. একেএম জাহাঙ্গীর, উদযাপন কমির সদস্য সচিব মাস্টার আবুল বাশার, অর্থ কমিটির আহ্বায়ক সলিম উল্লাহ, প্রকাশনা কমিটির আহ্বায়ক মোঃ আবদুল হাই, সাবেক ছাত্র মোঃ শাহাজান, মোঃ আবুল খায়ের, মোঃ বেলাল হোসেন সোহেল, মোঃ রমিজ উদ্দিন, হাফিজুর রহমান সাইমন।