স্টাফ রিপোর্টারঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পোরশায় নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পোরশা উপজেলা বিএনপির উদ্যোগে বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গাংগুরিয়া ডিগ্রী কলেজ মাঠ হতে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেলসহ নেতা-কর্মীরা দলের পক্ষে জনমত গঠন এবং ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথ সভা করেন।
গণসংযোগ ও পথ সভায় পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সাপাহার উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাবেক যুগ্ম-আহবায়ক মোকলেছুর রহমান (মুকুল), পোরশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, যুবদলের আহবায়ক ইকবাল হোসেন শাহ্ নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন প্রমূখ অংশ গ্রহণ করেন।