আন্তর্জাতিক ডেস্ক : প্যারামাউন্ট স্কাইড্যান্স বুধবার প্রায় ১ হাজার কর্মী ছাঁটাই করবে বলে জানা গেছে। বিষয়টির সাথে ঘনিষ্ঠ একটি সূত্র সোমবার এএফপিকে এ তথ্য জানিয়েছে। দুটি মিডিয়া জায়ান্টের একীভূত হওয়ার তিন মাসেরও কম সময়ের মধ্যে এ সিদ্বান্ত নিচ্ছে।
সোমবার (২৭ অক্টোবর) বিষয়টির সাথে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। দু’টি মিডিয়া জায়ান্টের একীভূত হওয়ার তিন মাসেরও কম সময়ের মধ্যে এ সিদ্বান্ত নিচ্ছে।
স্কাইড্যান্স গত আগস্ট মাসে ৮ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট অধিগ্রহণ সম্পন্ন করে এবং নতুন একীভূত সংস্থার প্রথম সংবাদ সম্মেলনে নির্বাহীরা সতর্ক করে দেন যে ১০ নভেম্বর ত্রৈমাসিক আয় উপস্থাপনার সময় ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হবে।
নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড এলিসন কোম্পানির প্রযুক্তিগত পরিবর্তনকে ত্বরান্বিত করতে এবং অন্তত ২ বিলিয়ন ডলারের সমন্বয় করতে চান।
নতুন কোম্পানিটিতে রয়েছে স্কাইড্যান্স স্টুডিও, যা ‘মিশন: ইম্পসিবল’ এবং ‘ট্রান্সফর্মারস’ ফ্র্যাঞ্চাইজির জন্য পরিচিত, পাশাপাশি রয়েছে প্যারামাউন্ট সিনেমা, স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাস এবং টেলিভিশন চ্যানেল সিবিএস, এমটিভি ও নিকেলোডিয়ন।
তার বাবা ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের মতো, ডেভিড এলিসনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন মিত্র।