প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রবিবার, এপ্রিল ১৬, ২০২৩

“নওগাঁর সাপাহারে সাংবাদিককে জখম করলেন কথিত সাংবাদিক সম্রাট” শিরোনামে ১৬ এপ্রিল ‌দৈ‌নিক সাতমাথা পত্রিকা ও কয়েকটি অনলাইন পোর্টা‌লে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। ঘটনায় সাংবাদিক নামধারী জাহাঙ্গীর আলম মানিক বিবাদমান সম্পত্তির দখল বুঝে দিতে একটি পক্ষের পক্ষ নিয়ে লাঠিয়াল বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে দুপক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে করে জাহাঙ্গীর আলম মানিক আহত হয়।
অথচ কথিত কিছু নামধারী সাংবাদিক তাকে ঘটনার তথ্য নিতে যাওয়ার কথা বলেছেন যা সম্পূর্নরুপে মিথ্যা।
যে ঘটনায় লাঠিয়ালী করতে গিয়ে জাহাঙ্গীর মার খেয়েছে সে সম্পত্তিতে আমার কোন প্রকার সম্পৃক্ততা নেই তারা আমার কেউ নয়।
এ ঘটনার বিষয়ে আমার অজানা এবং ঘটনার দিনও আমি ওই সময় ওই এলাকায় ছিলাম না, ঘটনাস্থল হতে আমরা বাসা তার বিপরিতে অনেক তফাতে। অথচ নামধারী কিছু সাংবাদিক জাহাঙ্গীরের পক্ষ নিয়ে আমাকে জড়িয়ে মিথ্যে ভিত্তিহীন ও বানোয়াট একটি সংবাদ প্রকাশ করেছে।
আমি উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট মিথ্যে ভিত্তিহীন এই সংবাদের তীব্র প্রতিবাদ করছি। সে সাথে সাংবাদিকতার নাম ব্যবহার করে অপ সাংবাদিকতা হতে বিরত থাকার জন্য সাপাহার উপজেলার সকল প্রকৃত সাংবাদিকগনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
সাংবা‌দিক জুলফিকার আলী সম্রাট
সভাপতি- সাপাহার প্রেসক্লাব নওগাঁ।