প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মঙ্গলবার, মে ২৩, ২০২৩

জাতির সংবাদ ডটকম ডেস্ক।।

গত ২০ মে ২০২৩ইং তারিখে বিভিন্ন সংবাদ পত্র অনলাইন নিউজ পোর্টালে “সাপাহারে চাঁদা দাবী পুকুর খননে বাধা প্রদান ও মারপিটের ঘটনায় মামলা দাযের”শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা হলো বগুড়া জেলার আদমদিঘী থানার নশরতপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে রাজা (৫৫), সাপাহার উপজেলার মালিপুর মৌজায় ৮৯ শতক একটি বিবাদমান পুকুর ক্রয় করে ভোগদখলের চেস্টা চালিয়ে আসছেন। উপরোক্ত পুকুরটি বৃটিশ আমল হতে খাস খতিয়ান ভুক্ত যা স্থানীয় জনসাধারন খাস হিসেবে ভোগদখল করে আসছে। উক্ত পুকুরের রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা চালু রয়েছে। বিজ্ঞ আদালত শান্তি-শৃঙ্খলা বজায রাখার স্বার্থে নিষেধাজ্ঞা জারি করেন। আব্দুর রাজ্জাক ওরফে রাজা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৯ মে ওই পুকুর খনন করতে আসলে মালিপুর উত্তরপাড়ার বাসিন্দাগণ তাতে বাধা প্রদান করে। প্রতিপক্ষের রাজ্জাক ওরফে রাজা একজন দাঙ্গাবাজ ও মামলা বাজ প্রকৃতির লোক তিনি মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন সময়ে গ্রামের সাধারন নিরীহ লোকজনের বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন। প্রকৃত পক্ষে পুকুরটি দখলে নিতেই ১০ লক্ষ টাকা চাঁদা ও ১০ শতক জমির দাবী তুলে মিথ্যা মামলা করে তিনি গ্রামের নিরীহ লোকজনকে হয়রানি করছেন।
ওই গ্রামের দেলোয়ার হোসেন ও আফরোজা বেগম কে মারপিট করার ঘটনা সম্পুর্ন পরিকল্পিত মিথ্যা ও অসত্য । আমরা মালিপুর উত্তরপাড়া গ্রামবাসি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
স্থানীয় গ্রামবাসীগণ
মালিপুর উত্তরপাড়া
সাপাহার নওগাঁ