প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সোমবার, মার্চ ১০, ২০২৫

 

জাতির সংবাদ ডটকম।।

গত ৯ মার্চ ২০২৫ইং তারিখে প্রকাশিত দৈনিক মানব জমিন,দৈনিক সোনার দেশ,দৈনিক সোনালী সংবাদ,দৈনিক তৃতীয় মাত্রা,পদ্মা টাইমস,এফএনএস,নর্থ ক্যাপিট্যাল নিউজ সহ কয়েকটি জাতীয় ও আঞ্চলি দৈনিক পত্রিকা এবং একাধিক অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত”পোরশায় পাঁচ শতাধিক আমগাছ উপড়ে ফেললো দুত্তরা” ও সাপাহারে ৫৮০ টি আমাগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা”শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত উক্ত সংবাদটি মিথ্যা বানোয়াট,ভিত্তিহীন ও পরিকল্পিত তাই উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রকৃত ঘটনা হলো সাপাহার থানাধীন রোদগ্রাম মৌজাস্থ আরএস ১৭২নং খতিয়ানের ১৬১ নং দাগের ১.৮৪ একর সম্পত্তি পৈত্রিক সূত্রে মালিকানা প্রাপ্ত হয়ে আমি দীর্ঘ ৪০/৫০ বছর যাবৎ শান্তিপূর্নভাবে ভোগদখল

করে আসছি। উক্ত সম্পত্তির কে কেন্দ্র করে সাপাহার সিনিয়র সহকারী জজ আদালত নওগাঁয় বাদী ১।মোছাঃ রশিদা খাতুন ও ২। ফাতেমা খাতুন মামলা নং১১৩/২০১৬ অঃপ্রঃ দায়ের করলে বিজ্ঞা আদালত বাদী পক্ষে তদবির না থাকায় মামলাটি খারিজ করেদেন। কতিথ ২ নং বাদী ফাতেমা খাতুনের সন্তান হিসেবে সাখোওয়াত হোসেন পেশী শক্তি বলে বিভিন্ন সময়ে উক্ত সম্পত্তির মালিকানা দাবী করে জোরপূর্বক ভোগদখল করার জন্য আমাকে এবং আমার বর্গাচাষীদেরকে হুমকি ও ভয়ভীতি প্রদান করে

আসছে । আমি খারিজ কেস নং ২৬২ /৮৫/৮৬ প্রজা হিসেবে ১৯৮৬ সন হতে চলতি সন পর্যন্ত ভুমি উন্নয়ন কর (খাজনা)পরিশোধ করে শান্তিপূর্ণ ভাবে সম্পত্তি ভোগ দখল করছি। এমতাবস্থায় উক্ত সম্পত্তিতে আমার রোপিত সরিষা ফসল গত ০৬-১২-২০২৪ তারিখ রাত্রী আনুমানিক ১২ টার সময় প্রতিপক্ষের লোকজন অনাধিকার প্রবেশ করে জোরপূর্বক ট্রাক্টর দিয়ে সরিষা ক্ষেত নষ্ট করে আমার প্রায় ২,০০,০০০/-টাকা ক্ষতি সাধন করেছে। এরপর ১৩-১২-২০২৪ রাত্রী আনুমানিক ২ টায় দিকে

সাখোওয়াত হোসেন, সাং-পোরশা (পুরইল) (বর্তমান-সারাইগাছি মোড়), মোঃ হাসান আলী, উভয় পিতা-মৃত আঃ রশিদ, সাং-পোরশা (পুরইল), থানা-পোরশা, মোঃ মুনছুর,

পিতা-আনিছুর রহমান,মোঃ আঃ খালেক, পিতা-আব্বাস আলী,মোঃ আশরাফুল, পিতা-মফিজ

উদ্দিন,মোঃ বেলাল, পিতা-তৈয়মুর,মোঃ জাহাঙ্গীর, পিতা-আব্বাস, মোঃ আনোয়ার

হোসেন, পিতা-মফিজ উদ্দিন, মোঃ শরিফুল, পিতা-মফিজ উদ্দিন,মোঃ রফিকুল, পিতা-মফিজ উদ্দিন,ফারুক, পিতা-সালেহ বাবু, নুরজামাল, পিতা-আঃ গণি, মোঃ বাবলু,

কসর আলী, সর্ব সাং-রোদগ্রাম (আখিরাইল) সহ

অজ্ঞাতনামা ৩০/৪০ জন ব্যক্তি আমার উক্ত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক আমগাছ রোপন করে। আমরা বাধা নিষেধ করলে তারা আমাদের খুন জখমের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করি ।

ইতোমধ্যে তারা ওই সম্পত্তিকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মিথ্যা ষঢ়যন্ত্র মুলক মামলা মোকর্দমা দায়ের করে হয়রানী সহ সমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। একই সাথে সে মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে ওই বানোয়াট ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করেছে।

আমি প্রকাশিত উক্ত মিথ্যা ও হয়রানী মুলক বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

 

প্রতিবাদকারী

মোঃ মোজাম্মেল হক শাহ

পিতা-মৃত বশিরুল হক শাহ, সাং-পোরশা (বাঁশবাড়ী), থানা পোরশা, জেলা-নওগাঁ