প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫

 

গত ২৬ ও ২৭ জুলাই ২০২৫ইং তারিখে প্রকাশিত দৈনিক জনকন্ঠ ,দৈনিক সাতমাথা, দৈনিক প্রত্যাশা প্রতিদিন,বার্তা সংস্থা এফএনএস,যমুনা প্রতিদিন, কালের বিবর্তন,আজকের কাগজ বিডি.কম,জাতীর সংবাদ.কম,আজকের খবর.কম সহ কয়েকটি জাতীয় ও আঞ্চলি দৈনিক পত্রিকা এবং একাধিক অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত” সাপাহারে নালিশী সম্পত্তির দখল নিয়ে উত্তেজনা, ভূমি অফিস ও পুলিশের প্রতিবেদনে তথ্য বিভ্রান্তি,তথ্য গরমিল” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত উক্ত সংবাদটি মিথ্যা বানোয়াট,ভিত্তিহীন ও পরিকল্পিত উদ্যেশ্য প্রনোদিত তাই উক্ত সংবাদের তীব্র নিন্দা প্রতিবাত জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হলো সাপাহার থানাধীন রোদগ্রাম মৌজাস্থ আরএস ১৭২নং খতিয়ানের ১৬১ নং দাগের ১.৮৪ একর সহ অন্যান দাগ মিলে মোট ৮.৭৯ একর সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে আমি দীর্ঘ ৫০ বছর যাবৎ শান্তিপূর্নভাবে ভোগদখল
করে আসছি। উক্ত সম্পত্তির কে কেন্দ্র করে সাপাহার সিনিয়র সহকারী জজ আদালত নওগাঁয় বাদী ১।মোছাঃ রশিদা খাতুন ও ২। ফাতেমা খাতুন মামলা নং১১৩/২০১৬ অঃপ্রঃ দায়ের করলে বিজ্ঞা আদালত বাদী পক্ষে তদবির না থাকায় মামলাটি খারিজ করেদেন। কতিথ ২ নং বাদী ফাতেমা খাতুনের সন্তান হিসেবে সাখোওয়াত হোসেন পেশী শক্তি বলে বিভিন্ন সময়ে উক্ত সম্পত্তির মালিকানা দাবী করে জোরপূর্বক ভোগদখল করার জন্য আমাকে এবং আমার বর্গাচাষীদেরকে হুমকি ও ভয়ভীতি প্রদান করে
আসছে । আমি খারিজ কেস নং ২৬২ /৮৫/৮৬ প্রজা হিসেবে ১৯৮৬ সন হতে চলতি সন পর্যন্ত ভুমি উন্নয়ন কর (খাজনা)পরিশোধ করে শান্তিপূর্ণ ভাবে সম্পত্তি ভোগ দখল করে আসছি। অপর দিকে গত ০৬-১২-২০২৪ তারিখ রাতে ট্রাক্টর দিয়ে আমার সরিষা ক্ষেত নষ্ট করে প্রায় ২,০০,০০০/-টাকা ক্ষতি সাধন করেছে। গত ১৩-১২-২০২৪ রাতে সাখোওয়াত হোসেন, সাং-পোরশা (পুরইল) (বর্তমান-সারাইগাছি মোড়)সহ
অজ্ঞাতনামা ৩০/৪০ জন লোক নিয়ে উক্ত সম্পত্তিতে জোরপূর্বক আমগাছ রোপন করে। আমরা বাধা নিষেধ করলে তারা আমাদের খুন জখমের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করি। প্রতিপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত নওগাঁয় ২৪০ মিস/২০২৫ (সাপাহার) নিষেধাজ্ঞা মামলা করি। বিজ্ঞ আদালত তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য স্থানীয় সহকারী ভূমি কমিশনার মহোদয় কে নির্দেশ দেন। সংশ্লিষ্ট ভুমি অফিসের সার্ভেয়ার ইয়াকুব আলী সরেজমিনে তদন্ত করে বিজ্ঞ আদালতে সঠিক প্রতিবেদন দাখিল করেন। অথচ প্রতিপক্ষ সাখোয়াত সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে আপত্তিকর মন্তব্য করেছে। মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে সংবাত প্রকাশ করেছে।
আমি প্রকাশিত উক্ত মিথ্যা ও হয়রানী মুলক বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী
মোঃ মোজাম্মেল হক শাহ
পিতা-মৃত বশিরুল হক শাহ, সাং-পোরশা (বাঁশবাড়ী), থানা পোরশা, জেলা-নওগাঁ