
শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে গোবিন্দগঞ্জ উপজেলার সমসপাড়া গ্রামের সারোয়ার আহমেদ মিলন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ কিছু অনলাইন ও প্রিণ্ট মিডিয়ায় তাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে আজ সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কালে তিনি বলেন, আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। আমি উক্ত মিথ্যা, বানোয়াট ও সম্মানহানির উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচারিত তথ্য বা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন,
সুন্দইল গ্রামের মো. হাফিজার রহমানের পুত্র হারুন অর রশিদ ও আব্দুল জলিল (জলু মণ্ডল) গংদের সাথে মো. তাজুল ইসলাম মণ্ডল ও মশিউর রহমান মালিক গংদের মধ্যে জমি নিয়ে বিবাদ চলমান রয়েছে। প্রায়ই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় প্রতিবেশি উৎসুক জনতা ভীড় জমায়। তাদের অনেকেই উভয়পক্ষকে শান্ত করতে এগিয়ে যান। তাদের ন্যায় মাসখানেক পূর্বে আমি আমার পাশের গ্রামে (সুন্দইল) জরুরি কাজে যাই; সেখানে অবস্থানকালে উভয়পক্ষের মধ্যে বাগ-বিতন্ডা শুরু হলে দূর থেকে অবলোকন করে চলে আসি। তাদের চলমান জমি নিয়ে বিবাদে আমার সম্পৃক্ততা নেই।
প্রকৃতপক্ষে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে হারুন অর রশিদ তাদের চলমান দ্বন্দ্বে আমাকে জড়ানোর অপচেষ্টায় লিপ্ত। এলাকার একটি কু-চক্রীমহল কৌশলে আমার সম্মানহানির উদ্দেশ্যে তাকে দিয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য পরিবেশন করায়। ব্যক্তি হারুন অর রশিদ এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানাসহ বিভিন্ন স্থানে একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে গোবিন্দগঞ্জ থানাতেই রয়েছে ৫টি। যেসব মামলায় বিভিন্ন সময়ে সে জেল-হাজত থেকে জামিনে বেড়িয়ে আসে।
পরিশেষে আমি সকল মিডিয়াকর্মীদের গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে যত্নবান হওয়ার আহ্বান জানাচ্ছি।