প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায়সঙ্গত ৭ দফা’ দাবী বাস্তবায়নে প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ

শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ এর উদ্যোগে ৯ম পে-স্কেল বাস্তবায়ন লক্ষ্যে পে-কমিশন গঠন, অর্ন্তবর্তীকালীনের জন্য ৫০% মহার্ঘ ভাতা প্রদান, ২০% বার্ষিক বর্ধিত বেতন প্রদানসহ (জানুয়ারী ২০২৫ থেকে বাস্তবায়ন) ৭ দফা দাবী বাস্তবায়ন করার জন্য মোঃ আনিসুর রহমান, সমন্বয়ক ও সভাপতি বাংলাদেশ সহকারি প্রাথমিক শিক্ষক সমাজ, কেন্দ্রীয় কমিটি এর সভাপতিত্বে এক কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় ‘৮ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে-কমিশন গঠন, অর্ন্তবর্তীকালীনদের জন্য ৫০% মহার্ঘ ভাতা প্রদান, ২০% বার্ষিক বর্ধিত বেতন প্রদানসহ (জানুয়ারী ২০২৫ থেকে বাস্তবায়ন) ৭ দফা’ দাবী বাস্তবায়ন করার জন্য মূখ্য সমন্বয়ক মো: ওয়ারেছ আলী অতিথিবৃন্দসহ সভাকে অবহিত করান।

পর্যায়ক্রমে সভায় উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ , এম এ হান্নান, সমন্বয়ক ও সভাপতি, বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ, মো: আব্দুল মতিন, সমন্বয়ক ও সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারি সমিতি, কেন্দ্রীয় কমিটি, খায়ের আহম্মেদ মজুমদার, সমন্বয়ক ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারি সমিতি, কেন্দ্রীয় কমিটি, মোঃ আনোয়ারুল ইসলাম তোতা, সমন্বয়ক ও সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মো: সিরাজুল ইসলাম, সমন্বয়ক ও নীতি নির্ধারণ কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ শিক্ষক সমিতি, মোঃ আনোয়ার হোসেন, সমন্বয়ক ও সভাপতি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্মচারি সমিতি, জনাব মো: রফিকুল ইসলাম টুটুল, সমন্বয়ক, আসমা বেগম, সমন্বয়ক ও সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মো: রফিকুল আলম, সমন্বয়ক ও সভাপতি, বাংলাদেশ ১৭-২০ গ্রেড কর্মচারি সমিতি,, মোঃ এম, আব্দুল বাতেন। বিপ্লব, বিভাগীয় সমন্বয়ক, চট্টগ্রাম, মো: আব্দুল ওয়াদুদ ভূঞা, সমন্বয়ক ও সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি, মোঃ নূরে আলম সিদ্দিকী রবিউল, সমন্বয়ক ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ সহকারি প্রাথমিক শিক্ষক সমাজ, কেন্দ্রীয় কমিটি, মোঃ আফরোজ আলী মোল্লা, সমন্বয়ক, মো: জাকির হোসেন, সহ-সমন্বয়ক, মোঃ সেলিম রেজা, সহ-সমন্বয়ক, মো: মনিরুজ্জামান, সহ-সমন্বয়ক, মো: রুহুল আমিন, সমন্বয়ক, মোঃ হেলাল উদ্দিন, সহ-সমন্বয়ক, শাজাহান সিরাজ সম্রাট, সহ-সমন্বয়ক ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ ১৭-২০ গ্রেড কর্মচারি সমিতি, মোঃ মুসা মিয়া মন্ডল, সভাপতি, বিজি প্রেস কর্মচারি ইউনিয়ন, মো: মোনায়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক, বিজি প্রেস কর্মচারি ইউনিয়ন, এহসানুল করিম কাজল, সমন্বয়ক, মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সমন্বয়ক, মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সমন্বয়ক, মোঃ রফিকুল ইসলাম মামুন, যুগ্ম সমন্বয়ক, মোঃ ফরিদ আহমেদ সরদার, মোঃ কামরুজ্জামান উজ্জল, মোঃ শেখ সাদী, আব্দুল্যাহ আল মামুন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, বেলাল হোসেন, মোঃ মোবারক উল্লাহ, মো: আব্দুল গফুর, সহ-সমন্বয়ক, ঢাকা মেডিকেল, রুমি খাতুন, মো: আব্দুল মালেক, মো: মনোয়ার হোসেন, জনাব মো: শহীদ ইকবাল, সমন্বয়ক, পারভীন আক্তার, লাঙলী খানম, ইউসুফ মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ বর্তমান বাজার মূল্যের লাগামহীন উদ্ধোগতি, পরিবারের ভরণ-পোষণের ব্যয়বৃদ্ধির দরুণ মুখ্য সমন্বয়কের উত্থাপিত দাবীগুলির গুরুত্ব অনুধাবন করে সহমত পোষণ করে বক্তব্য রাখেন।

উক্ত সমাবেশে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নুর, জতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এর সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, জাতীয় প্রেসক্লাব, ঢাকা এর সাধারণ সম্পাদক, আইয়ুব ভুইয়া।

অতিথিবৃন্দ সংগঠনের নেতৃবৃন্দের বক্তাদের দাবীগুলি বর্তমান সময়ের জন্য উপযোগী বলে একমত পোষণ করে বক্তব্য রাখেন এবং জরুরী ভিত্তিত্বে বাস্তবায়রে জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গহণে অনুরোধ জানান।