
ক্রীড়া ডেস্ক: রেয়াল মাদ্রিদের হয়ে দারুণ পারফরম্যান্সে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তরুণ ডিফেন্ডার রাউল আসেন্সিও। বার্সেলোনার হয়ে উজ্জ্বল পারফরম্যান্সে স্পেন দলে ফিরলেন অভিজ্ঞ ডিফেন্ডার ইনিগো মার্তিনেস।
নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। দলে জায়গা হয়নি ফর্মে থাকা পিএসজি থেকে ধারে অ্যাস্টন ভিলায় থাকা মার্কো আসেনসিওর। তবে দলে থাকছেন বার্সেলোনার পাউ কুবার্সি, মার্ক কাসাদো, পেদ্রি, লামিনে ইয়ামাল, ফেররান তরেস ও দানি ওলমো।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মাঠে খেলবে স্পেন। ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে আগামী ২৩ মার্চ।
একনজরে স্পেন স্কোয়াড:
গোলরক্ষক: দাভিদ রায়া, উনাই সিমোন, আলেক্স রেমিরো
ডিফেন্ডার: রাউল আসেন্সিও, ইনিগো মার্তিনেস, পাউ কুবার্সি, পেদ্রো পোরো, অসকার মিনগেসা, আলেক্স গ্রিমালদো, মার্ক কুকুরেয়া
মিডফিল্ডার: মার্তিন জুবিমেন্দি, ফাবিয়ান রুইস, মিকেল মেরিনো, পেদ্রি, মার্ক কাসাদো, আলেক্স বায়েনা।
ফরোয়ার্ড: আলভারো মোরাতা, লামিনে ইয়ামাল, ফেরান তোরেস, দানি ওলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, আয়োসে পেরেস, ব্রায়ান জারাগোসা, সামু আগেহোবা, মিকেল ওয়ারজাবাল।