প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদফতরের ডিজি’র দৃষ্টি কামনা করছি

শনিবার, অক্টোবর ১৪, ২০২৩

।।  সায়ীদ আবদুল মালিক  ।।

বাংলাদেশে সরকারি হাসপাতালগুলোর সেবা নিয়ে প্রায়ই অভিযোগ দেখা যায়। তবে এই অভিযোগগুলো যথাযথ কর্তৃপক্ষের নজরে আসলে অবশ্যই সুষ্ঠু সমাধান হয় বলে অনেকে জানান।

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল নিয়ে তেমনি একটি অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন একজন সাংবাদিক। তিনি তার মেয়েকে ভর্তি করে দু দিনের মাথায় রিলিজ নিয়ে গেছেন বলে অভিযোগ করেন।

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য তাঁর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

 

প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদফতরের ডিজি’র দৃষ্টি কামনা করছি।

মুগদা সরকারি হাসপাতালের আনসার, নার্সসহ স্টাফদের ভাষা ও ব্যবহার বিশেষ পল্লীর চাইতেও খারাপ। তাদের এহেন ব্যবহারে অতিষ্ঠ হয়ে টাইফয়েড আক্রান্ত মেয়েকে ভর্তি’র দু’দিনের মধ্যেই রিলিজ করে বাসায় নিয়ে আসতে বাধ্য হয়েছি।
প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদফতরের ডিজি’র দৃষ্টি কামনা করছি। দেশের অসহায় মানুষের সাথে তারা যে ধরণের খারাপ আচরণ করে- এমন আচরণ কোনো শত্রুও তার আজন্ম শত্রুর সাথে করতে পারে না। এখানে চিকিৎসা সেবা নিতে আসা মানুুষদেরকে তারা মানুুষই মনে করে না। তারা মানুষকে গরু-ছাগল ছাড়া আর কিছুই ভাবতে পারে বলে আমার মনে হয়নি। আর এখানে চিকিৎসা সেবা বলতে কিছুুই নেই। এখানে যে কোনো সুস্থ্য মানুষ গেলেও তাদের ক্রমাগত দূর্ব্যবহারে সে দুদিনে অসুস্থ হয়ে যাবে। তাই যদি সম্ভব হয় এ ধরণের নির্যাতন থেকে দেশের গরিব অসহায় মানুষদের রক্ষার উদ্যোগ নিন।

ভুক্তভোগী পিতা
সায়ীদ আবদুল মালিক
সাংবাদিক ও গীতিকার