
জাতির সংবাদ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ফোনে কথা বলেছেন তারা।
অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য রাত সাড়ে নয়টার দিকে এ তথ্য জানান। পরে রাত ১১টার দিকে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদারও এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
আজাদ মজুমদার ফেসবুক পোস্টে লিখেন, ‘বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শীর্ষ মার্কিন ব্যবসায়ী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সাথে টেলিফোনে কথা বলেছেন।’
তবে কী নিয়ে তাদের মধ্যে আলাপ হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
আজাদ মজুমদার ওই পোস্টে আরও উল্লেখ করেন, ‘আলোচনার বিস্তারিত যথাসময়ে প্রকাশ করা হবে।’
পিনাকী ভট্টাচার্য লিখেছেন, ‘প্রফেসর ইউনুসের সাথে ইলন মাস্ক আজকে ভার্চুয়াল মিটিং করেছেন। সামনে আসছে নতুন দিন। নতুন সম্পর্ক।