প্রধান উপদেষ্টার সঙ্গে টম অ্যান্ড্রুজের সাক্ষাৎ

শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।
‎প্রধান উপদেষ্টার সঙ্গে টম অ্যান্ড্রুজের সাক্ষাৎ
‎প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ।

‎ বৃহস্পতিবার (২১ আগস্ট) এই সাক্ষাত হয়। এসময় আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুকে সর্বাগ্রে রাখার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন টম অ্যান্ড্রুজ।


‎৩০ সেপ্টেম্বর নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে হতে যাওয়া রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রধান উপদেষ্টার সফল উদ্যোগের কথা উল্লেখ করেন অ্যান্ড্রুজ। রোহিঙ্গা সংকট সমাধানে এই সম্মেলন পথনির্দেশিকা হবে বলে প্রত্যাশা ড. ইউনূসের। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত তহবিলের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে স্টেকহোল্ডারদের সংলাপে অংশ নিতে অ্যান্ড্রুজ বাংলাদেশ সফর করছেন। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা।