জাতির সংবাদ ডটকম।।
বুধবার সকাল ১১ টায় ঢাকার পল্টন মোড়ে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন এর উদ্যোগে জিনিসপত্রের দাম কমানো ও প্রবাসী শ্রমিকদের হয়রানি বন্ধের দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন এর মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ হাওলাদার বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতিতে দিশেহারা শ্রমজীবী সাধারণ মানুষ। পরিবার নিয়ে তারা আজ মানবেতর জীবনযাপন করছে। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তাই তাদের দুর্দশা লাঘবে অবিলম্বে সকল জিনিসপত্রের দাম কমাতে হবে।
তিনি বলেন, ঢাকা—১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলা আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের নাকের ডগায় হয়েছে। অথচ কেউ এর দায় নিচ্ছে না। এ হামলার ফলে সারা বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হয়েছে। আমরা এ ধরনের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, প্রবাসী শ্রমিকরা পরিবার—পরিজন ছেড়ে অমানবিক পরিশ্রম করে দেশে বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। অথচ প্রবাসী শ্রমিকদের হয়রানি শেষ নেই। অসাধু দালাল চক্রের খপ্পরে পড়ে অনেকেই সর্বশান্ত হন, প্রত্যাশা অনুযায়ী চাকরি পান না। বিদেশে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাদের পাশে দাঁড়ায় না। তাদের কর্মের কোন নিশ্চয়তা থাকে না। অন্যান্য দেশের শ্রমিকদের তুলানায় বাংলাদেশের শ্রমিকদের শ্রমের মূল্য সবচেয়ে কম। এ অবস্থার অবসান করতে হবে। তাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে। শ্রমের প্রকৃত মূল্য নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব তোজামেল হক তাজেম, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ তিতুমীর চোকদার, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, বাংলাদেশ জাতীয় জোটের চেয়ারম্যান অধ্যাপক ড. মোর্শেদ হাওলাদার প্রমুখ।