প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনজীবী সমিতি,ঢাকার দপ্তর সম্পাদক হলেন অ্যাডভোকেট মো: জসিম উদ্দিন

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

গত ২৫/০২/২০২৫ ইং তারিখ রোজ বুধবার প্রশাসনিক ট্রাইব্যুনালের আইনজীবীদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনজীবী সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদোত্তির্ণ হওয়ায় নতুন ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নিম্নোক্ত ২(দুই) সদস্য বিশিষ্ট এড-হক কমিটি গঠন করা হয়।

 

১। আহবায়ক_ অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম

২। সদস্য সচিব: অ্যাডভোকেট শাহরিয়ার মাহমুদ

 

 

উক্ত এড-হক কমিটি আজ ২৭/০২/২০২৫ ইং তারিখ প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনজীবী সমিতি, ঢাকার ২০২৫-২৬ ইং সনের নিম্নোক্ত

কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেন।

১। চেয়ারম্যানঃ অ্যাডঃ এস.এ. নাইম

২। ভাইস-চেয়ারম্যানঃ অ্যাডঃ আল আমিন

৩। ভাইস-চেয়ারম্যানঃ অ্যাডঃ নূরুল হুদা

৪। সম্পাদকঃ অ্যাডঃ রেজাউল করিম

৫। যুগ্ম সম্পাদকঃ অ্যাডঃ জুয়েল মুন্সি সুমন

৬। অর্থ সম্পাদক: অ্যাডঃ মোঃ ফারুক হোসেন তপাদার

৭। সমাজকল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকঃ অ্যাডঃ মাহমুদুল্লাহ

৮। দপ্তর সম্পাদকঃ অ্যাডঃ মোঃ জসিম উদ্দিন

৯। সদস্যঃ অ্যাডঃ রুনা লায়লা

১০। সদস্য: অ্যাডঃ তালহা ইবনে ঈস্রাফিল

১১। সদস্য: অ্যাডঃ ফেরদৌস হোসাইন মাহমুদ

১২। সদস্য: অ্যাডঃ নাঈম মাহমুদ

১৩। সদস্য: অ্যাডঃ উম্মে কুলসুম