স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৮ ও চট্টগ্রাম-৮ আসনের প্রার্থীদের ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর সাপাহারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় সাপাহার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান চৌধুরী লাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লার ওপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের আগে প্রার্থীদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা এবং গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা অবিলম্বে তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দুই প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে শনিবার এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।
উক্ত বিক্ষোভ মিছিলে সাপাহার উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।