আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস তালনকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী।
একই সঙ্গে দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতে রয়েছে বলে রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে একদল সেনাসদস্য জানিয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
সৈন্যরা জানিয়েছে, লেফটেন্যান্ট কর্নেল পাস্কাল টিগ্রিকে নবগঠিত ‘পুনর্গঠনের জন্য সামরিক কমিটি’-এর নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে।
১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দেশটি একাধিক অভ্যুত্থানের সাক্ষী হয়েছে, বিশেষ করে স্বাধীনতার পরবর্তী দশকগুলোতে।
১৯৯১ সাল থেকে মার্কসবাদী-লেনিনবাদী ম্যাথিউ কেরেকোর দুই দশকের শাসনের পর দেশটি রাজনৈতিকভাবে অনেকটাই স্থিতিশীল রয়েছে – যিনি দেশটির নামকরণ করেছিলেন গণপ্রজাতন্ত্রী বেনিন।
বর্তমান প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালন ২০১৬ সাল থেকে ক্ষমতায় আছেন এবং আগামী এপ্রিলে তার পদত্যাগ করার কথা ছিল।
বেনিনের ফরাসি দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্টের বাসভবনের কাছে ক্যাম্প গুয়েজোতে গুলি চালানোর খবর পাওয়া গেছে।
দূতাবাস তার নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণরূপে স্পষ্ট না হওয়া পর্যন্ত।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর গিনি-বিসাউয়ের একদল সেনা কর্মকর্তা দেশটির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ নিজেদের হাতে নেওয়ার ঘোষণা দেয়। এর একদিন আগে দেশটির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে দুই শীর্ষ প্রার্থীই নিজেদের বিজয়ী ঘোষণা করেছিলেন।