স্টাফ রিপোর্টার:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর কড়াইলের বিটিএসএল কলোনী আনসার ক্যাম্পে স্বেচ্ছাসেবী স্পেশালাইজড ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে ড্যাব প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে নিয়মিত এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমরা এই কর্মসূচি গুলি অব্যাহত রাখবো।
উক্ত কর্মসূচিতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ, মহাসচিব ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. এস এম মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দীপু, ডাঃ গোলাম সরোয়ার বিদ্যুৎ, ডাঃ ওমর ফারুক ও সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার সাধারণ মানুষের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। ড্যাবের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।