ফরিয়াদ

শুক্রবার, আগস্ট ৯, ২০২৪

।।  কামার ফরিদ  ।।

কার পাপে …
গজব পাঠালে তুমি – জীর্ণ-শীর্ণ সব আদমের ঘরে!
সীমাহীন ক্ষুধা নিয়ে হে মাবুদ
আমরাতো প্রতিদিন নিয়তির সাথে সহবাস করি
তোমাকে স্মরণ করে সমুদ্র শিকারে যাই
জোনাক পিদিম রাতে সখিনার বুকে তুলি সাগরের ঢেউ
এর বেশি অপরাধ – কোথাও কখনো কি করেছি প্রভু!
তবে কেন কিয়ামত নামালে তুমি
জৗর্ণ-শীর্ণ এই ভেঙে পড়া ঘরের চালায়!!

এখানে কোথাও নেই ভাতের বাহার
রাতের আঁধারে বসে জলধির কান্না শুনি ছলাৎ-ছলাৎ
বানের জলের সাথে ভেসে গেছে পৃথিবীর মানবিক বোধ
ভেসে গেছে সখিনার আবাদি জমিনসহ ফসলের মাঠ।

অপরাধ করেছে যারা তারাতো ভালোই আছে
ঘুঙুরের শব্দসহ প্রতিদিন ছিঁড়ে খায় কুমারী সম্ব্রম
ঘুম-ঘুম ঘুম চোখে হেঁটে যায় গোধূলীর সুবর্ণ রেখায়
রাতের গহীনে ঢুকে মহুয়ার ঠোঁটে খোঁজে তাহুরার স্বাদ
ওদের আড়ালে রেখে এখানে নামালে কেন নূহের প্লাবন !

প্রভু –
‘বন্যা’ বেনিয়া হয়ে নেমে আসে আমাদের বসত ভিটায়
মুক্তবাজার এসে গড়ে তোলে যৌন-খামার
বানের জলের সাথে ভেসে যায় সখিনার দেহের পালক
লজ্জাবতীরা সব ভোগের সামগ্রী হয়ে
খুঁজে নেয় রেড জোন … বাবুদের বেশ্যানগর।

তবুও থেকেছো নীরব … হে ঈশ্বর …;
নীরব থেকেছ তুমি … দাওনি উত্তর!!