
মোঃ মোহন আলী।।
গাজায় ইসরাইলি নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব কর্মচারী ইউনিয়ন আয়োজিত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজিত মানববন্ধনে কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মীর সুজন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক এবং নির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ মজুমদার।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, বাবুল ইসলাম, ইমরান হোসেন, মীম মাশকুর, শহিদুল, আসাদ, আমির হোসেন, আব্দুর রহমান, আবু বকর, জুনায়েদ, এনাম, বকুল বেগম প্রমুখ।