ফুলবাড়িয়া পশ্চিম ও আনন্দবাজার পঞ্চায়েত কমিটি প্রতিবাদ সভা

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

জাতির সংবাদ ডটকম।।

১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার সাকাল ১১.০০ টায় রাজধানীর ফুলবাড়িয়া পশ্চিম ও আনন্দবাজার পঞ্চায়েত কমিটি অডিটরিয়ামে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম.এ খায়ের মোল্লা। প্রতিবাদ সভায় ভুক্তভোগী ও পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ এই ঘটনার নিন্দা,প্রতিবাদ এবং অন্তবর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠ বিচার প্রার্থনা করেন। লিখিত বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী যাত্র আন্দোলনের পরে গত ৫ই আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে এক শ্রেণীর সন্ত্রাসী মহল ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটে লিপ্ত রয়েছে এদের কর্মকান্ডে। বর্তমান অন্তবর্তী কালীন সরকার বিব্রতবোধ করছে এবং দেশের যে অর্জন আর সুনাম নষ্ট হইতেছে। আমরা আরো দুঃখের সঙ্গে জানাইতেছি যে আমাদের অত্র এলাকার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী এম এ খায়ের মোল্লা বাচ্চু সাহেবের মালিকানাধীন পটুয়াখালী জেলার কুয়াকাটায় “রোজ ভ্যালি মোটেল এন্ড রিসোর্ট “গত ৫ই আগস্ট পটুযাখালী সদর এর লোহালিয়া গ্রামোর সন্ত্রাসী জসিম সিকদার, ওরফে রানা, কবির শিকদার সর্ব পিতা মৃত আব্দুল কাদের শিকদার ও তার স্বামীয় ১০০/১৫০জানের একটি দসবদ্ধ দুষ্কৃতিকারী দল রোজভেলি হোটেল ভাঙচুর ও লুটপাট করে। এরই ধারাবাহিকতায় কোটে মিথ্যা মামলা দায়ের করে। এম এ খাবের মোল্লা কোর্টে জবাব দাখিলের জন্য গত ১৮/০৯/২৪ তারিখ গেলে উক্ত সন্ত্রাসী আদিম শিকদার রানা ও তার সন্ত্রাসী বাহিনী আমাদের প্রিয় সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী এমএ খায়র মোল্লাকে পটুয়াখালী জজকোর্ট চত্বর থেকে অপহরণ করে পটুয়াখালী সদরের অদূরে তার নিজ এলাকার নির্জন বিল অঞ্চলে আটকে রাখে। পটুয়াখালী জেলা ডিবি শহরের বিভিন্ন সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে অপহরণে ব্যবহৃত সন্ত্রাসী জসিম শিকদার রানার সাদা রংয়ের প্রাইভেট কার ঢাকা মেট্রো গ -২৩-৩০৩৮ ড্রাইভার সহ আটক করে পটুয়াখালী সদর থানায় নিয়ে আসে।এই সূত্র ধরে ডিবি পুলিশ সন্ত্রাসী রানাকে বিভিন্নভাবে চাপ দিয়ে ব্যবসায়ি খায়ের মোল্লাকে মৃত্যুর দুয়ার থেকে জীবিত উদ্ধার করে।

 

উল্লেখ্য যে, অপহরণের দিন রাত্রে উক্ত সন্ত্রাসী দল ব্যবসায়ী খায়ের মোল্লাকে শারীরিকভাবে ব্যাপক নির্যাতন চালার এবং অস্ত্রর মুখে ১২ টি ১০০ টাকা মূল্যের সাদা স্ট্যাম্প ও তিনটি সাদা কার্টিজ পেপারে জোরপূর্বক স্বাক্ষর করিবে দেয় এবং খায়ের মোল্লার মানিব্যাগে থাকা বাংলাদেশ কমার্স ব্যাংক বিজয়নগর শাখার একটি চেকে জোরপূর্বক পাঁচ কোটি টাকা দিয়ে স্বাক্ষর করিয়ে দেয়। ইহার পর হইতে উক্ত সন্ত্রাসী চক্র মোটা অংকের চাঁদা দাবি করে আসছে চাঁদা না দিলে হোটেল দখলসহ ব্যবসায়ী এম এ খায়ের মোল্লা ও তার পরিবারকে জীবনে মেরে ফেলার হুমকি দিচ্ছে হুমকির কারণে। এম এ খায়ের মোল্লা পটুয়াখালী কোটে আইনি সহযোগিতাও নিতে ভয় পাচ্ছেন। উক্ত ঘটনার আমরা সকল এলাকাবাসী এহেন ঘটনায় তীব্র নিন্দা জানাই এবং বর্তমান সরকারের যথাযথ প্রশাসনের নিকট উক্ত সন্ত্রাসী চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।