
জাতির সংবাদ ডটকম।।
ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে প্রথম সপ্তাহ নাকি শেষ সপ্তাহে সে বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেননি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বুধবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
সিইসি বলেন, আগামী নির্বাচনে মানুষের আস্থা ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটারদের আস্থা আনতে কাজ করছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে তুলনামূলক ভালো দাবি করে তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই নির্বাচন অনুষ্ঠান সম্ভব। এসময় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় এআই প্রযুক্তি। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না জানতে চাইলে সাংবাদিকদের সিইসি বলেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া স্থগিত থাকবে।