মিরসরাই প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা শাখার উদ্যোগে ফ্যাসিবাদী আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ নভেম্বর) বিকাল ৪টায় বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদ দক্ষিণ গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
থানা বায়তুলমাল সম্পাদক আবদুল গফুর এর পরিচালনায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানার আমীর ও সাবেক কাউন্সিলর মাওলানা নুরুল হুদা হামিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা শাখার সেক্রেটারি মোঃ মাইন উদ্দিন, থানা প্রশিক্ষণ সম্পাদক আনোয়ার হোসাইন, শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ ফারুক,আবুু তাহের, জসিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি নুরুল হুদা হামিদী বলেন, ফ্যাসিস্ট হাসিনা এইদেশ কে ভারতে তাবেদার অঙ্গ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে ফেলে দিয়েছে। দেশ প্রমিক জনতার গন অভ্যুর্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে। সেখানে সে বসে নেই। দেশকে অস্থিতিশীল করার জন্য নানারকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী হাসিনার দোসরদের সমুচিত জবাব দিয়ে রক্ত দিয়ে হলেও এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে।