বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে গাইবান্ধায় পুলিশের কেক কাটা ও আলোচনা সভা

শুক্রবার, মার্চ ১৭, ২০২৩

 

জাতির সংবাদ ডটকম।।

১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গাইবান্ধায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

” স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই প্রতিপাদ্যে গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে শুক্রবার সকালে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে কেক কাটেন ও বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন।

 

পুলিশ সুপার বলেন- বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল জন্য স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিল জন্য পুলিশের জন্ম হয়েছে। বঙ্গবন্ধুর চেতনাকে লালন ও বুকে ধারন করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব।

 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল আবু লায়েচ মো: ইলিয়াস জিকু।

 

পুলিশ ইন্সপেক্টর হেলাল উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পুলিশ ফাড়ির ইনচার্জ মাহবুব আলম, ইন্সপেক্টর শামসুল আলম, এ,এস আই আমিনুল ইসলাম।

 

এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা ডিবি পুলিশ এর অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক, গাইবান্ধা সদর থানার তদন্ত অফিসার ওয়াহেদুল হক সহ বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।