
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবিলিত ব্যানার-পোস্টার ভাংচুরের ঘটনায় আদালতের নির্দেশে মিরসরাই ও জোরারগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
মঙ্গলবার ৩০ এপ্রিল উপজেলা যুবলীগ কর্মী আছিফুর রহমান ও আইনুল কবির বাদী হয়ে চট্টগ্রাম বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল এর আদালতে ৪২ জনের বিরুদ্ধে এ মামলা দুটি করেন। আদালত উভয় মামলা আমলে নিয়ে অভিযোগ দুটির ৪২ জন আসামির মধ্যে ৬জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতকে ২ কার্য দিবসের মধ্যে অবহিত করতে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এবং জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ হোসেনকে নির্দেশ দিয়েছেন।
৩ মে দুই থানায় নিয়মিত মামলা রুজু হওয়ার পর আসামীরা পুলিশের গ্রেফতার এড়াতে গা ডাকা দিয়েছে।
জোরারগঞ্জ থানায় আসামিরা হলেন হলেন, মৃত মজিবুল হকের ছেলে নাজিম উদ্দিন রুবেল (৪৬) আমির হোসেনের পুত্র মোঃ মুসলিম, কবির আহমদ এর পুত্র মাহফুজ উদ্দিন।
মিরসরাই থানার মামলায় আসামিরা হলেন, মৃত আবদুর রউপের ছেলে মাহফুজুল হক জুনুকে (৫৮) প্রধান আসামী করা হয়েছে। অপর ২ জন হলেন, মৃত মোশাররফ হোসেনের পুত্র তানভীর হোসেন তপু, রেজাউল করিমের পুত্র মাসুদ করিম রানা।
খোঁজ নিয়ে জানা যায়, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মিরসরাইবাসীকে শুভেচ্ছা জানিয়ে এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবরলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছবি সংবিলিত ব্যানার-পোস্টার করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। এ সব ব্যানার-পোস্টার এলাকায় বিভিন্ন স্থানে লাগানোর সময় হামলা চালিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ করেন মামলার এজাহারে ।
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) জানান, বিজ্ঞ আদালত মামলা এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশে ৩ মে মামলা নেওয়া হয়েছে (মামলা নং ৪)। মামলা তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, বিজ্ঞ আদালতের নির্দেশ পেয়ে ৩ মে বুধবার থানায মামলা রুজু করা হয়েছে। মামলা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে মামলার বাদী আছিফুর রহমান বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের পক্ষ থেকে এলাকাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রায় বিশ হাজার ব্যানার ফেস্টুন ও পোস্টার করা হয়। কিন্তু দলীয় কয়েকজন দুস্কৃতিকারী ব্যক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছবি সংবিলিত ব্যানার-পোস্টার ছিড়ে ফেলে এবং ভাংচুর করে। সেই সাথে ব্যানার-পোস্টার লাগানোরত কর্মীদের ওপর হামলা করে জখম করে।
অপর মামলার বাদী আইনুল কবির বলেন, দলের মধ্যে ঘাঁপটি মেরে থাকা এসব মুখোশধারীরা যাতে এ ধরনের কর্মকাণ্ড আর ঘটাতে না পারে সেজন্য মামলা মোতাবেক তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি করছি।