আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) এক শিক্ষার্থীকে র্যাগিংয়ের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন ওই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রী র্যাগিংয়ে অভিযুক্ত নূর-এ-জান্নাত।
শনিবার (৭ এপ্রিল) সকালে জামালপুর পৌর শহরের শহীদ হারুন সড়ক এলাকায় একটি মিডিয়া হাউজে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানান অভিযুক্ত ওই নেত্রী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকিয়া সুলতানা জয়া ও প্রথম বর্ষের শিক্ষার্থী এনি একই বাসায় থাকেন। এনি ও সিএসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আদরকে জড়িয়ে নানা ধরনের কথা বলেন জয়া। এ নিয়ে আদর আমাকে জয়ার সাথে কথা বলতে বলেন। আমি জয়াকে চিনতাম না। পরে তার বিভাগের একজনের কাছ থেকে তার ফোন নাম্বার নিয়ে তাকে আমি এনিকে সাথে নিয়ে আমার সাথে দেখা করতে বলি। দুই দিন পর তিনি আমার সাথে দেখা করেন।
এ সময় আমার সাথে আমার রুমমেট ছিলেন। আমি তার সাথে কুশল বিনিময় করি। কোথায় থাকে, তার সাথে কে কে থাকে সেসব বিষয়ে কথা বলি। পরে তাকে আমি বলি, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা বিষয়ে জিজ্ঞাসা করবো। পরে জয়া বলেন, আপু সমস্যা নেই বলেন। আমি আদর ও এনির বিষয়ে জানতে চাই। এমন সময় জয়া জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
তিনি সুস্থতাবোধ করেন এবং পরীক্ষা দিতে যান। রাতে আবার তার খোঁজ নেই। তখনও সে সুস্থ আছে বলেন। পরে তিনি আমার নামে র্যাগিংয়ের অভিযোগ তুলেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলের জের ধরে বিরোধীপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা চালাচ্ছেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি।
এ প্রসঙ্গে ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকিয়া সুলতানা জয়া বলেন, ‘তিনি মিথ্যা বলেছেন। আমার সাথে প্রত্যক্ষদর্শী ছিলেন। আমার সাথে এনি ছিলেন। আমাকে ১০মিনিট কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন এবং মানসিকভাবে নির্যাতন করেছেন। এখন তিনি মিথ্যা ও ভিত্তিহীন কথা বলছেন’।