জাতির সংবাদ ডটকম।।
গত ২৫ শে ফেব্রুয়ারী, শনিবার, বিকেল ৫টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে বন্ধন কালচারাল ফোরাম এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে-গুণীজন সংবর্ধনা, বন্ধন এওয়্যার্ড প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব খন্দকার নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক লোকমান হাকিম, বিশিষ্ট রেমিটেন্স যোদ্ধা ও বন্ধন উপদেষ্টা আবুল কাসেম মোঃ সালেহ্, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ডাঃ ফেরদৌস খাঁন আলমগীর, বিশিষ্ট নারী উদ্যোক্তা লায়ন জেবিন সুলতানা কান্তা, গীতিকবি, সাহিত্যিক ও সাংবাদিক সৈয়দা রাশিদা বারী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক অভিনেত্রী সৈয়দা কামরুন্নাহার শাহনূর।
অনুষ্ঠানে স্বাগতঃ বক্তব্য রাখেন- বন্ধন কালচারাল ফোরাম এর মহাসচিব ও বেতার উপস্থাপক- শেখ নজরুল ইসলাম। এই বিশেষ অনুষ্ঠানে সম্মাননা পদক প্রাপ্তরা হলেন- প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, গীতিকবি, সাহিত্যিক ও সাংবাদিক সৈয়দা রাশিদা বারী, বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক লোকমান হাকিম, ঝংকার ললিতকলা একাডেমীর অধ্যক্ষ ফাতেমা কাশেম, বেতার সংবাদ পাঠক মেজর (অব:) আখতারুজ্জামান ও সোনালী লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ এর ইউনিট ম্যানেজার মোঃ মেজবাহ উদ্দিন। যারা এ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন- চলচ্চিত্র অভিনেত্রী শাহ্নূর, আলোক চিত্রশিল্পী মোস্তাফিজুর রহমান মিন্টু, বেতার ও টিভি শিল্পী মাশরিন নাহার বনি, টিভি শিল্পী রাকিব, সঙ্গীত শিল্পী আনিশা তালুকদার, দীপ্ত টিভির উপস্থাপিকা তানিয়া আফরিন ও গাজী টিভির সাংবাদিক শেখ ওয়াসিমা তাবাসসুম, নাট্য অভিনেতা এম ইসলাম খান হীরা ও বেতার তবলা শিল্পী সাধন কুমার বিশ্বাস। অনুষ্ঠান শেষে বেতার ও টিভি শিল্পী এবং শিশুশিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন-তানিয়া আফরিন।