বিনোদন প্রতিবেদকঃ ভারতে ‘বরবাদ’ সিনেমার শুটিং সেটে আহত হয়েছেন শাকিব খান। জানা গেছে, গত বৃহস্পতিবার শুটিং ফ্লোরের একটি দরজা খুলতে গিয়ে কপালে আঘাত পান তিনি। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায় তাঁর।
বিষয়টি নিশ্চিত করেছেন ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। ভারত থেকে তিনি গণমাধ্যমকে জানালেন, কীভাবে আঘাত পেয়েছেন শাকিব খান।
মেহেদী জানান, শুটিংয়ের সময় ফ্লোরের একটি দরজায় প্রচণ্ড আঘাত লাগে শাকিব খানের। চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে। এরপর নায়ককে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করানো হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ভয়ের কোনো কারণ নেই। শাকিব খান শঙ্কামুক্ত রয়েছেন। নায়ককে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে।
এ বিষয়ে পরিচালক মেহেদী বলেন, ‘সিনেমা একটি দৃশ্য ছিল, যেখানে দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে, চিকিৎসক আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। আপাতত তিনি শঙ্কামুক্ত রয়েছেন।’
এদিকে চিকিৎসা নিয়েই আবারও শুটিংয়ে ফিরেছেন শাকিব খান। মনোযোগ দিয়েছেন কাজে। ‘বরবাদ’ সিনেমার কাজে মাসখানেক ভারতেই অবস্থান করার কথা রয়েছে তার।
‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যেতে পারে কলকাতার নায়িকা ইধিকা পালকে। যিনি এই নায়কের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় কাজ করেছিলেন।
অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং হবে ভারতে।