
ক্রীড়া ডেস্কঃ বিপিএলের শিরোপা উদ্যাপন অনুষ্ঠানে বরিশালবাসীর সঙ্গে বেশি সময় কাটাতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন টানা দুইবারের বিপিএল শিরোপাজয়ী ফরচুন বরিশাল টিমের ক্যাপ্টেন তামিম ইকবাল। বরিশালবাসীর কাছে ক্ষমাও চাইলেন তিনি।
গতকাল রবিবার দুপুরে চাটার্ড বিমানে করে বরিশালে উড়ে যান দলটির বেশিরভাগ সদস্য। এসময় তাদের সঙ্গে ছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিকসহ টিম ম্যানেজমেন্টের অনেকেই।
মূলত ট্রফি জয়ের আনন্দ বরিশালবাসীর সঙ্গে ভাগ করে নিতে এই আয়োজন ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজির। খেলোয়াড়দের আগমন উপলক্ষে বরিশালের বেলস পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানে বিভিণ্ন শ্রেণি-পেশার লাখো মানুষের ঢল নেমেছিলো। শিরোপা উদযাপনের সেই অনুষ্ঠানে বরিশালবাসীর সঙ্গে বেশি সময় কাটাতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন দলের অধিনায়ক তামিম ইকবাল। বরিশালবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
রবিবার রাতে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক ভিডিও বার্তায় তামিম বলেন, আমরা ৯ তারিখে বরিশালে আসব বলে ঘোষণা দিয়েছিলাম। আমাদের অনেক প্ল্যান ছিল। যে কারণে পুরো টিম নিয়ে বরিশালে এসেছিলাম। আপনাদের সবার সঙ্গে দেখা হবে, প্রত্যেকটি খেলোয়াড় কিছু না কিছু বলবে আর আপনাদের সবার সঙ্গে টাইম স্পেন্ড করবে। আনফরচুনেটলি ওখানের স্টেজে খুবই খুবই কম সময় থাকতে আমরা পেরেছি। কারণ, আমাকে এটা বলতে হচ্ছে যে, আমার লাইফে এত মানুষ একসঙ্গে দেখিনি। আমার মনে হয় কমপক্ষে দেড় থেকে দুই লাখ মানুষ ছিলেন আমাদের দেখার জন্য।
তিনি বলেন, একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল যে, আমাদের সিকিউরিটি টিম পরিবেশটা নিরাপদ মনে করছিল না। আপনারা যদি লক্ষ্য করে থাকেন – যখন আমরা বাস নিয়ে ঢুকছিলাম, তখন আমাদের বাসের ওপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল। আমাদের সিকিউরিটি টিম থেকে কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছিল যে, পরিবেশটি নিরাপদ না। আরও কারণ, স্টেজে যখন আমরা উঠি তখন ওখানে অনেক মানুষ ছিল আর অনেকে স্টেজে উঠে যাচ্ছিলেন। এজন্য প্লেয়ারদের সেফটির কথা চিন্তা করে একটা সময় আমাদেরকে বলা হয় আমরা যেন (না নেমে) বাস ঘুরিয়ে ফিরে যাই। তবে এত মানুষ! আপনারা এত কষ্ট করে ওখানে এসেছিলেন, তাই আমরা এ কাজটা করতে পারতাম না।
তামিম বলেন, তারপরও আমরা যেভাবেই হোক বাস থেকে নেমেছি। সবাই আপনাদের সঙ্গে হাই-হ্যালো করেছে, ট্রফিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদেরকে সময় দিতে পারিনি বা আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি। আমি আশাবাদী যে, আপনারা আমাদের এই অপারগতা বুঝবেন। আমি স্বীকার করি যে, গতকাল আপনারা হতাশ হয়েছেন। কারণ, আপনারা এত মানুষ এসে দীর্ঘ সময় অপেক্ষা করে আমাদেরকে খুবই অল্প সময়ের জন্য দেখতে পেরেছেন। তবে আশা করি আপনারা আমাদের কথাটাও একটু ভাববেন। একটা নিরাপত্তাজনিত সমস্যা ছিল। যদি ওখানে কোনো খেলোয়াড় পড়ে যেত বা ব্যথা পেত তখন বিষয়টা খুব বাজে হতো।