বল হাতে এশিয়া কাপের শীর্ষ পাঁচে যারা, আছেন এক বাংলাদেশিও

সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপের ফাইনাল হয়েছে ফাইনালের মতো। জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে গতকাল (২৮ সেপ্টেম্বর) নেমেছে এশিয়া কাপের পর্দা। যেখানে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। দলটির একজন বোলার হয়েছেন শীর্ষ উইকেট সংগ্রাহক। তবে সেরা পাঁচে আধিপত্য পাকিস্তানিদেরই। এছাড়া আছেন এক বাংলাদেশিও।

সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে দুইজন ভারতীয় ব্যাটার। তরুণ অভিষেক শর্মা সুপার ফোরে টানা তিনটি ফিফটির পাশাপাশি গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও ধারাবাহিকভাবে রান করেছেন। ২০০ স্ট্রাইক রেটে ৩২ চার ও ১৯টি ছক্কায় ৩১৪ রান করে তিনি টুর্নামেন্ট সেরার পুরস্কার পান।

অভিষেকের সবচেয়ে কাছাকাছি ছিলেন শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা। সুপার ফোর পর্যন্ত ৬ ম্যাচে ১৬০.১২ স্ট্রাইক রেটে ২৬১ রান করেছেন তিনি। নিসাঙ্কার ব্যাট থেকে আসরের একমাত্র সেঞ্চুরি এসেছে, সঙ্গে দুটি ফিফটিও আছে।

টুর্নামেন্টের তৃতীয় সেরা রান সংগ্রাহক ছিলেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। ফাইনালে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেওয়ার মঞ্চ সাজিয়েছেন এই ব্যাটার। মাত্র ৩৭ বলে ৫৮ রান করেন তিনি। সুপার ফোরে ভারতের বিপক্ষে ফিফটি করে মোট ৭ ইনিংসে ২১৭ রান করেছেন, স্ট্রাইক রেট ১১৬.০৪।

ফারহানের পর আছেন ভারতের তিলক ভার্মা। ফাইনালে ৫৩ বলে ৬৯ রান করে ফাইনাল সেরার পুরস্কার জিতেছেন। টুর্নামেন্টে ৭১ গড়ে ২১৩ রান করেছেন। সেরা পাঁচের শেষ নাম পাকিস্তানের ওপেনার ফখর জামান। ৭ ম্যাচে ১৮১ রান করেছেন এই ব্যাটার।

এশিয়া কাপের সেরা পাঁচ ব্যাটার (রান ও ইনিংস):

অভিষেক শর্মা, ৩১৪ রান, ৭ ইনিংস

পাথুম নিসাঙ্কা, ২৬১ রান, ৬ ইনিংস

সাহিবজাদা ফারহান, ২১৭ রান, ৭ ইনিংস

তিলক ভার্মা, ২১৩ রান, ৬ ইনিংস

ফখর জামান, ১৮১ রান, ৭ ইনিংস