বাঁশখালীতে প্রধানমন্ত্রী ও শেখ রেহেনাকে নিয়ে কটূক্তি: ১ ঘন্টার মধ্য যুবক গ্রেপ্তার

সোমবার, জুলাই ৩, ২০২৩

 

 

জসিম উদ্দীন মাহমুদ তালুকদার জেলা প্রতিনিধি (চট্টগ্রাম) :

 

চট্টগ্রামের বাঁশখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনাকে নিয়ে কটূক্তি ও গালাগালের অভিযোগে আরিফ উদ্দীন (২২) নামে এক যুবককে ১ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।

 

রোববার (২ জুলাই) রাতে বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিমতলা এলাকা থেকে আরিফ উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। আরিফ উদ্দীন শেখেরখীল ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবুল হোসেনের পুত্র।

 

জানা যায়, রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনাকে নিয়ে আরিফ উদ্দীনের কটূক্তির একটি ভিডিও ভাইরাল হয়। এতে ভিডিওটি বাঁশখালী থানার (ওসি) কামাল উদ্দীনের দৃষ্টিগোচর হলে সাথে সাথে উপজেলার শেখেরখীলে অভিযান চালিয়ে আরিফ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে তথ্য-প্রযুক্তি আইনে মামলা করে।

 

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন পিপিএম বলেন, রোববার বিকেলে ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনাকে নিয়ে আরিফ উদ্দীনের কটূক্তির একটি ভিডিও আমার চোখে পড়ে। এরপর অভিযান চালিয়ে আমরা আরিফ উদ্দীনকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।